Sourav Ganguly praises Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী আমার কাছের মানুষ', ফিরহাদের উপস্থিতিতেই মমতার প্রশংসায় সৌরভ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বভাবতই সৌরভ- শাহ সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়৷
#কলকাতা: অমিত শাহকে নৈশভোজে আমন্ত্রণের পরদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা শোনা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায়৷ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতেই সৌরভ বললেন, 'মুখ্যমন্ত্রী আমার কাছের মানুষ৷'
শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বভাবতই সৌরভ- শাহ সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়৷ যদিও অমিত শাহের সৌরভের বাড়িতে আসার বিষয়টিকে হাল্কা ভাবেই নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মিষ্টি দই খাওয়ানোর জন্য সৌরভকে পরামর্শ দিয়েছিলেন তিনি৷
advertisement
advertisement
এ দিন ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে হাজির হয়েছিলেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ সৌরভ জানিয়েছেন, চিকিৎসক সরোজ মণ্ডলের এই হাসপাতাল তৈরির ক্ষেত্রে কিছু সমস্যা ছিল৷ তা জানতে পেরে িতনি বছরখানেক আগে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছিলেন৷ এর পরই দ্রুত জটিলতা কেটে যায়৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসই তাঁকে সেই খবর জানান৷ মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়েই সৌরভ বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছের মানুষ৷'
advertisement
রাজনীতিতে সৌরভ আসবেন কি না, তা নিয়ে জল্পনা নতুন কিছু নয়৷ তবে বিধানসভা নির্বাচনের পর সেই জল্পনা অনেকটাই থিতিয়ে গিয়েছিল৷ শুক্রবার তাঁর সঙ্গে অমিত শাহের সাক্ষাতের পর ফের সৌরভের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে৷ সৌরভ অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন, তাঁর বাড়িতে অমিত শাহের নৈশভোজ ছিল নিতান্তই সৌজন্যমূলক৷ এ দিন সৌরভের স্ত্রী ডোনাও দাবি করেছেন, শুক্রবার অমিত শাহের সঙ্গে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি৷
advertisement
প্রসঙ্গত কয়েকদিন আগেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন সৌরভ৷ ডান- বাম বিভিন্ন মতাদর্শের রাজনীতিবিদদের সঙ্গেই তাঁর বরাবরের সুসম্পর্ক৷ মমতা, অমিত শাহরা তো বটেই, সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে সৌরভের৷ এ দিনের অনুষ্ঠানে সৌরভ জানান, চল্লিশ বছর ধরে তিনি ফিরহাদ হাকিমকে চেনেন৷ ফলে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্কের অন্য কোনও মানে খোঁজা যে ঠিক হবে না, সেটাই বোঝাতে চাইলেন সৌরভ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2022 2:37 PM IST