Amit Shah at Sourav Ganguly Residence: ধোকার ডালনাতেই মজলেন অমিত, চাইলেন চার বার! রসিয়ে খেলেন বাঙালি সব পদই
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অমিত শাহ নিরামিষাশী হওয়ায় বিভিন্ন নিরামিষ পদের আয়োজন ছিল৷ ভাত, রুটি এবং লুচির সঙ্গে ছিল আলুর দম, ডাল মাখনি, ধোকার ডালনা, পনির, ভেজিটেবল কাটলেটের মতো পদ৷
#কলকাতা: মেনুতে বাঙালি নিরামিষ পদের সম্ভার ছিল৷ কিন্তু সৌরভের বাড়ির নৈশভোজে ধোকার ডালনার স্বাদেই মজলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, খেতে বসে চার বার ধোকার ডালনা চেয়ে খেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
শুক্রবার রাত ৭.৫৭ মিনিটে সৌরভের বেহালার বাড়িতে পৌঁছন অমিত শাহ৷ তাঁর সঙ্গেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ স্বপন দাশগুপ্তের মতো বিজেপি নেতারা৷ নীচে নেমে এসে পুষ্পস্তবক দিয়ে সৌরভ নিজে অমিত শাহকে স্বাগত জানান৷
advertisement
advertisement
বাড়িতে ঢুকে প্রথমে কিছুক্ষণ সৌরভের সঙ্গে হাল্কা কথা বলেন শাহ৷ সঙ্গী বিজেপি নেতারা ছাড়াও সেখানে ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷ সৌরভের মা নিরূপাদেবীর সঙ্গেও দেখা করেন তিনি৷ এর পরই নৈশভোজে বসেন অমিত শাহ সহ বিজেপি নেতারা৷ তাঁদের সঙ্গেই নৈশভোজ সারেন সৌরভ এবং স্নেহাশিসও৷ পরিবেশনের ভার হাতে তুলে নেন ডোনা নিজেই৷
advertisement
অমিত শাহ নিরামিষাশী হওয়ায় বিভিন্ন নিরামিষ পদের আয়োজন ছিল৷ ভাত, রুটি এবং লুচির সঙ্গে ছিল আলুর দম, ডাল মাখনি, ধোকার ডালনা, পনির, ভেজিটেবল কাটলেটের মতো পদ৷ সূত্রের খবর, অল্প বিস্তর সব পদ চেখে দেখলেও ধোকার ডালনার স্বাদ বিশেষ পছন্দ হয় অমিতের৷ চার বার ধোকা চেয়ে খান তিনি৷ সবশেষে রসগোল্লা, কাজু বরফি, মিষ্টি দই দিয়ে সম্পন্ন হয় শাহি ভোজ৷
advertisement
জানা গিয়েছে, সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের তদারকিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সব পদ রান্না করা হয়৷ তৃপ্তি করে খেতে খেতে রান্নার প্রশংসা করেন অমিত শাহ৷ নৈশভোজ সেরে রাত ৮.৫০ মিনিট নাগাদ সৌরভের বাড়ি ছাড়েন তিনি৷ সৌরভ নিজে নেমে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2022 10:11 PM IST