Sovan Ratna Divorce Case: শোভন রত্নার বিবাহবিচ্ছেদ মামলায় নয়া মোড়! ডিভোর্সের প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, 'মাস' বলে দিল শীর্ষ আদালত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Sovan Ratna Divorce Case: গত ২০১৭ সাল থেকে এই ডিভোর্সের মামলা চলছে। এখনও সাক্ষীদের বয়ান রেকর্ড কেন সম্পূর্ণ হয়নি তা নিয়ে উষ্মা প্রকাশ করে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
নয়াদিল্লি: শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্সের মামলায় নয়া মোড়। গত ২০১৭ সাল থেকে এই ডিভোর্সের মামলা চলছে। এখনও সাক্ষীদের বয়ান রেকর্ড কেন সম্পূর্ণ হয়নি তা নিয়ে উষ্মা প্রকাশ করে আগামী আগস্ট মাসের মধ্যে শোভন এবং রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
রত্না চট্টোপাধ্যায়ের আবেদন ছিল, এই মামলায় তাঁর পক্ষের সাত জন সাক্ষীরই সাক্ষ্যগ্রহণের অনুমতি দেওয়া হোক! তবে নিম্ন আদালত মাত্র দু’জনের সাক্ষ্যগ্রহণ করেছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানাল, রত্নার আবেদন মতো বাকি পাঁচ জনেরও সাক্ষ্যগ্রহণ করতে হবে নিম্ন আদালতকে। শুধু তা-ই নয়, আগামী অগাস্ট মাসের মধ্যেই এই বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তিরও নির্দেশ দেয় শীর্ষ আদালত।
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ গত শুনানিতে এই মামলায় রত্নার বক্তব্য তলব করে। ওই মামলায় নিজের বক্তব্য আদালতকে আগেই জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
advertisement
তার প্রেক্ষিতেই রত্নার বক্তব্য জানতে চায় দেশের শীর্ষ আদালত। মঙ্গলবারের শুনানিতে রত্না তাঁর আবেদনে জানান, তিনি যত জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা বলেছিলেন, তা নেওয়া হয়নি। এরপরেই কড়া নির্দেশ দেয় বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 1:43 PM IST