Dura Puja 2021: প্রবীণদের এই শারদোৎসব বলছে বার্ধক্যেও গাওয়া যায় জীবনের আনন্দসঙ্গীত

Last Updated:

Dura Puja 2021: তাঁদেরই উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় যে দুর্গোৎসব, তাঁর পরিচয় ‘প্রবীণদের শারদোৎসব’ ৷ আয়োজনের উদ্যোক্তা ‘স্বপ্নভোর’ (Swapnabhor) এবং ‘স্নেহদিয়া’ (Snehodiya)৷

কলকাতা : জীবনের বেশ কিছু বসন্ত পেরিয়েও তাঁরা চিরসবুজ ৷ তাঁরা, নিউটাউনের (NewTown) বাসিন্দা কয়েক জন সিনিয়র সিটিজেন ৷ তাঁদেরই উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় যে দুর্গোৎসব, তাঁর পরিচয় ‘প্রবীণদের শারদোৎসব’ ৷ আয়োজনের উদ্যোক্তা ‘স্বপ্নভোর’ (Swapnabhor) এবং ‘স্নেহদিয়া’ (Snehodiya)৷
তাঁদের উদ্যোগে ত্রিনয়নীর আরাধনা এ বার পূর্ণ করল তিন বছর ৷ গত বছর অতিমারির তীব্র হানার মধ্যেও বিচ্যুতি ঘটেনি মাতৃ আরাধনায় ৷ সে বার পুজো হয়েছিল, স্নেহদিয়া বৃদ্ধাশ্রমের ঠিক মুখোমুখি নিউটাউনের স্বপ্নভোর পার্কে ৷ এ বছর অবশ্য প্রথম বারের মতোই মা সপরিবার এসেছেন স্নেহদিয়া বৃদ্ধাবাসের অঙ্গনেই ৷
মায়ের ইচ্ছে হয় বলেই তিনি আসেন৷ মা-ই সব করিয়ে নেন৷ মনে করেন পুজোর অন্যতম কর্মকর্তা ভাস্কর সরদার ৷ হিডকোর সহায়তায় সিনিয়র সিটিজেনদের সংগঠন স্বপ্নভোর-এর সদস্য এবং স্নেহদিয়া বৃদ্ধাবাসের আবাসিকদের অক্লান্ত প্রচেষ্টায় বাস্তবায়িত হয় এই দুর্গোৎসব ৷ জানালেন তিনি ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ঢাক ও কাঁসরের সঙ্গে আলোকসজ্জা, শারদোৎসবে অচেনা রূপে হাওড়া-শিয়ালদহ-কলকাতা-আসানসোল স্টেশন
সাবেক সাজের প্রতিমার পাশাপাশি এই পুজোর সর্বত্র ছড়িয়ে আছে একান্ত ঘরোয়া মেজাজ ও আন্তরিকতা ৷ শুধু বহিরঙ্গেই নয়, অন্তরমহলেও এই পুজো আদ্যন্ত পারিবারিক এবং ঘরোয়া ৷ কারণ এই পুজোর জন্য কোনও চাঁদা তোলা হয় না ৷ নেই কোনও স্পনসরও ৷ সংস্থার সদস্যরাই নিজেদের মধ্যে সব দায়িত্ব ভাগ করে নেন ৷ আবাহন থেকে নিরঞ্জন, দুর্গাপুজোর প্রতি ধাপেই থাকে স্নেহদিয়া বৃদ্ধাবাসের আবাসিকদের সক্রিয় উপস্থিতি ৷
advertisement
গত বছরে মতো এ বারও কঠোর কোভিডবিধি মেনে পালিত হচ্ছে দুর্গাপুজো ৷ পুজো প্রাঙ্গণে কার্যত প্রবেশ নিষিদ্ধ বহিরাগতদের ৷ সংস্থার সদস্যরাও মণ্ডপে পা রাখছেন মাস্ক পরেই ৷ পালিত হচ্ছে অন্যান্য সতর্কতাও ৷ তবে একইসঙ্গে বজায় আছে পুজোর সবরকম রীতিনীতি ও ঐতিহ্য ৷
advertisement
আরও পড়ুন : বৃষ্টির আশংকা-করোনা আতঙ্ক! সাঁড়াশি চাপে নবমীর সকালেই পথে দর্শনার্থীদের ঢল...
সেই ঐতিহ্য মেনেই মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে হল সন্ধিপুজো ৷ বাইরে অঝোর বর্ষণের মাঝে জ্বলে উঠল ১০৮ টি প্রদীপ ৷ সন্ধ্যারতির আলোয় উদ্ভাসিত চারদিক ৷ আগুনের সেই পরশমণির ছোঁয়া পুজোর উদ্যোক্তাদের প্রাণেও ৷ সেই স্পর্শেই তাঁরা প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা ৷ বার্ধক্য মানে সমুদ্রের অন্তহীন ঢেউ গুনে যাওয়া নয় ৷ বরং, জীবনের এই পর্বেও গাওয়া যায় জীবনের আনন্দসঙ্গীত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dura Puja 2021: প্রবীণদের এই শারদোৎসব বলছে বার্ধক্যেও গাওয়া যায় জীবনের আনন্দসঙ্গীত
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement