Dura Puja 2021: প্রবীণদের এই শারদোৎসব বলছে বার্ধক্যেও গাওয়া যায় জীবনের আনন্দসঙ্গীত

Last Updated:

Dura Puja 2021: তাঁদেরই উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় যে দুর্গোৎসব, তাঁর পরিচয় ‘প্রবীণদের শারদোৎসব’ ৷ আয়োজনের উদ্যোক্তা ‘স্বপ্নভোর’ (Swapnabhor) এবং ‘স্নেহদিয়া’ (Snehodiya)৷

কলকাতা : জীবনের বেশ কিছু বসন্ত পেরিয়েও তাঁরা চিরসবুজ ৷ তাঁরা, নিউটাউনের (NewTown) বাসিন্দা কয়েক জন সিনিয়র সিটিজেন ৷ তাঁদেরই উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় যে দুর্গোৎসব, তাঁর পরিচয় ‘প্রবীণদের শারদোৎসব’ ৷ আয়োজনের উদ্যোক্তা ‘স্বপ্নভোর’ (Swapnabhor) এবং ‘স্নেহদিয়া’ (Snehodiya)৷
তাঁদের উদ্যোগে ত্রিনয়নীর আরাধনা এ বার পূর্ণ করল তিন বছর ৷ গত বছর অতিমারির তীব্র হানার মধ্যেও বিচ্যুতি ঘটেনি মাতৃ আরাধনায় ৷ সে বার পুজো হয়েছিল, স্নেহদিয়া বৃদ্ধাশ্রমের ঠিক মুখোমুখি নিউটাউনের স্বপ্নভোর পার্কে ৷ এ বছর অবশ্য প্রথম বারের মতোই মা সপরিবার এসেছেন স্নেহদিয়া বৃদ্ধাবাসের অঙ্গনেই ৷
মায়ের ইচ্ছে হয় বলেই তিনি আসেন৷ মা-ই সব করিয়ে নেন৷ মনে করেন পুজোর অন্যতম কর্মকর্তা ভাস্কর সরদার ৷ হিডকোর সহায়তায় সিনিয়র সিটিজেনদের সংগঠন স্বপ্নভোর-এর সদস্য এবং স্নেহদিয়া বৃদ্ধাবাসের আবাসিকদের অক্লান্ত প্রচেষ্টায় বাস্তবায়িত হয় এই দুর্গোৎসব ৷ জানালেন তিনি ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ঢাক ও কাঁসরের সঙ্গে আলোকসজ্জা, শারদোৎসবে অচেনা রূপে হাওড়া-শিয়ালদহ-কলকাতা-আসানসোল স্টেশন
সাবেক সাজের প্রতিমার পাশাপাশি এই পুজোর সর্বত্র ছড়িয়ে আছে একান্ত ঘরোয়া মেজাজ ও আন্তরিকতা ৷ শুধু বহিরঙ্গেই নয়, অন্তরমহলেও এই পুজো আদ্যন্ত পারিবারিক এবং ঘরোয়া ৷ কারণ এই পুজোর জন্য কোনও চাঁদা তোলা হয় না ৷ নেই কোনও স্পনসরও ৷ সংস্থার সদস্যরাই নিজেদের মধ্যে সব দায়িত্ব ভাগ করে নেন ৷ আবাহন থেকে নিরঞ্জন, দুর্গাপুজোর প্রতি ধাপেই থাকে স্নেহদিয়া বৃদ্ধাবাসের আবাসিকদের সক্রিয় উপস্থিতি ৷
advertisement
গত বছরে মতো এ বারও কঠোর কোভিডবিধি মেনে পালিত হচ্ছে দুর্গাপুজো ৷ পুজো প্রাঙ্গণে কার্যত প্রবেশ নিষিদ্ধ বহিরাগতদের ৷ সংস্থার সদস্যরাও মণ্ডপে পা রাখছেন মাস্ক পরেই ৷ পালিত হচ্ছে অন্যান্য সতর্কতাও ৷ তবে একইসঙ্গে বজায় আছে পুজোর সবরকম রীতিনীতি ও ঐতিহ্য ৷
advertisement
আরও পড়ুন : বৃষ্টির আশংকা-করোনা আতঙ্ক! সাঁড়াশি চাপে নবমীর সকালেই পথে দর্শনার্থীদের ঢল...
সেই ঐতিহ্য মেনেই মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে হল সন্ধিপুজো ৷ বাইরে অঝোর বর্ষণের মাঝে জ্বলে উঠল ১০৮ টি প্রদীপ ৷ সন্ধ্যারতির আলোয় উদ্ভাসিত চারদিক ৷ আগুনের সেই পরশমণির ছোঁয়া পুজোর উদ্যোক্তাদের প্রাণেও ৷ সেই স্পর্শেই তাঁরা প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা ৷ বার্ধক্য মানে সমুদ্রের অন্তহীন ঢেউ গুনে যাওয়া নয় ৷ বরং, জীবনের এই পর্বেও গাওয়া যায় জীবনের আনন্দসঙ্গীত ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dura Puja 2021: প্রবীণদের এই শারদোৎসব বলছে বার্ধক্যেও গাওয়া যায় জীবনের আনন্দসঙ্গীত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement