Nabami Durga Puja 2021: বৃষ্টির আশংকা-করোনা আতঙ্ক! সাঁড়াশি চাপে নবমীর সকালেই পথে দর্শনার্থীদের ঢল...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Nabami Durga Puja 2021: নবমী নিশির অপেক্ষা না করেই সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চোখে পড়ার মতো ভিড়।
advertisement
advertisement
ইতিমধ্যেই ভিড় এড়াতে বিমানবন্দরগামী যানবাহনকে চিংড়িঘাটা ফ্লাইওভার ও নিউটাউনের পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। করোনা আবহে অতিরিক্ত ভিড় এড়াতে আজ থেকে বাতিল হল শিয়ালদা শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন। গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
advertisement
অন্যদিকে রাজ্য প্রশাসনের মতে সায় দিয়ে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ‘বিকেল ৪টের পর থেকে বিধাননগর স্টেশনে দাঁড়াবে না কোনও ডাউন ট্রেন অর্থাৎ শিয়ালদাগামী কোনও ট্রেন।’ রাজ্যের সঙ্গে পরামর্শ করে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। শ্রীভূমি ও অন্যান্য নামি পুজোয় উপচে পড়া ভিড় রুখতেই পদক্ষেপ, খবর সূত্রের। ভিড় এড়াতে আগেই রাতের ৭ জোড়া স্পেশাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতীকী ছবি৷