Sealdah Division: হাতের নাগালে একাধিক যাত্রীবান্ধব ব্যবস্থা, গঙ্গাসাগর মেলা উপলক্ষে এক লাফে কয়েক গুণ আয় বাড়ল শিয়ালদহ ডিভিশনের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Sealdah Division: বুকিং ক্লার্কদের সরাসরি যাত্রীদের কাছে যেতে এবং টিকিট ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে, যা যাত্রীদের লাইনে দাঁড়ানোর প্রয়োজনীয়তা দূর করে।
কলকাতা: গঙ্গাসাগর মেলা উপলক্ষে যাত্রীদের বৈধ টিকিটের সাথে সুগম যাত্রা নিশ্চিত করতে টিকিট চেকিং ড্রাইভ আয়োজন করা হয়েছে। ইস্টার্ন রেলওয়ের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার (PCCM), ডঃ উদয় শঙ্কর ঝা-সহ ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, শিয়ালদহ শ্রী শশী রঞ্জন কুমার, সহকারী কমার্শিয়াল ম্যানেজার,শিয়ালদহ শ্রী রবিশঙ্কর প্রসাদ এবং সহকারী নিরাপত্তা কমিশনার শ্রী অলোক জেনা কাকদ্বীপে একটি টিকিট চেকিং ড্রাইভ শুরু করেছেন । যাঁরা কাকদ্বীপ এবং গঙ্গাসাগর ভ্রমণ করছেন যাত্রীদের জন্য নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে।এই টিকিট চেকিং ড্রাইভের অংশ হিসাবে, শিয়ালদহ বিভাগ শ্রী দীপক নিগম, ডিনারএম, শিয়ালদহের গতিশীল নেতৃত্বে বেশ কিছু যাত্রীবান্ধব ব্যবস্থা বাস্তবায়ন করেছে।
দীর্ঘ লাইন এড়াতে স্টেশনের দুই পাশে অতিরিক্ত টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। মোবাইল আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (M-UTS) মোতায়েন করা হয়েছে, বুকিং ক্লার্কদের সরাসরি যাত্রীদের কাছে যেতে এবং টিকিট ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে, যা যাত্রীদের লাইনে দাঁড়ানোর প্রয়োজনীয়তা দূর করে। তীর্থযাত্রীদের জন্য (পুরুষ, মহিলা ও দিব্যাঙ্গন) আধুনিক টয়লেট চালু করা হয়েছে। নির্দিষ্ট বুথে নিয়োজিত সেন্ট জন অ্যাম্বুলেন্সের একটি দল প্রয়োজনে যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদানের জন্য স্টেশন চত্বরে মেডিক্যাল বুথ স্থাপন করা হয়েছে।
advertisement
স্টেশনে আরপিএফ এবং জিআরপি কর্মী মোতায়েন করা হয়েছে, এবং প্রাঙ্গনে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিভিল ভলান্টিয়ার কর্মীরা বোর্ডিং এবং ডি বোর্ডিং-এর সময় ট্রেনে যাত্রীদের সহায়তা করছে, যাতে যাত্রীদের মসৃণ ও সুশৃঙ্খলতা নিশ্চিত করা যায়।
advertisement
আরও পড়ুন : অত্যাধুনিক সেতুতে জুড়বে কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ! গঙ্গাসাগরে পুণ্যস্নান এ বার আরও সহজ
প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার (PCCM)/ER ডাঃ উদয় শঙ্কর ঝা এই সমস্ত ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন যাতে যাত্রীরা সম্ভাব্য সর্বোত্তম পরিষেবা পান। ১৪.০১.২৫ তারিখে, নামখানা এবং কাকদ্বীপ স্টেশনে, যাত্রী এবং টিকিট বিক্রি ১০৬.১% এবং ৩৭.৯% বৃদ্ধি পেয়েছে এবং আয় ১৩১.৫% এবং ৫২.৫% বৃদ্ধি পেয়েছে যা গত বছরের ১৪.০১.২৪ এর তুলনায় ৪.২ লক্ষ থেকে ৮.৩ লক্ষ হয়েছে।
advertisement
ডিআরএম শিয়ালদহ শ্রী দীপক নিগম আরও বলেছেন যে শিয়ালদহ বিভাগ সমস্ত যাত্রীদের জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক যাত্রা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই বিশেষ ড্রাইভটি তারই এক দৃষ্টান্তমূলক প্রমাণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 8:35 AM IST