Scam: কেন্দ্রীয় প্রকল্পের টাকায় দুর্নীতি, হাই কোর্টের বিরাট নির্দেশ! আরও এক 'বিপর্যয়ের' ইঙ্গিত
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Scam: অনুসন্ধানের পর চলতি বছরের ৩০ জানুয়ারি ৩টি প্রকল্পের থেকে তালিকা প্রকাশ করেন জেলাশাসক এবং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধারের নির্দেশ দেন জেলাশাসক।
কলকাতা: কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ। উত্তর দিনাজপুরের জেলাশাসককে বিস্তারিত অনুসন্ধানের নির্দেশ। নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পঞ্চায়েত দফতরের সচিবের নজরদারিতে অনুসন্ধানের নির্দেশ। নির্দিষ্ট সময় পরপর পঞ্চায়েত সচিবকে রিপোর্ট পাঠাবেন জেলাশাসক। এমনই নির্দেশ আদালতের। দু’মাসের মধ্যে অনুসন্ধান শেষ করার নির্দেশ।
যদি পঞ্চায়েত প্রধানের কাছ থেকেই টাকা উদ্ধার হয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। পর্যবেক্ষণে জানাল আদালত। মনরেগা প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে ২০২২ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন উত্তর দিনাজপুরের এক বাসিন্দা। গত বছরের ৩১ অক্টোবর বিষয়টি খতিয়ে দেখার জন্য উত্তর দিনাজপুরের জেলাশাসককে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
advertisement
advertisement
অনুসন্ধানের পর চলতি বছরের ৩০ জানুয়ারি ৩টি প্রকল্পের থেকে তালিকা প্রকাশ করেন জেলাশাসক এবং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধারের নির্দেশ দেন জেলাশাসক। অনুসন্ধানে অসন্তোষ প্রকাশ করে ফের আদালতের দ্বারস্থ হন মামলাকারী।
advertisement
আদালতের আগের নির্দেশ যথাযথভাবে পালন হয়নি বলে পর্যবেক্ষণে জানিয়েছে আদালত। সার্বিক অনুসন্ধান করেননি জেলাশাসক। এমনই মন্তব্য আদালতের। শুধুমাত্র তিনটি প্রকল্পে দুর্নীতির তথ্য কেন সামনে আনা হল। জেলাশাসকের অধীনে তো আরও অনেক প্রকল্প রয়েছে। সেগুলির ক্ষেত্রে কী অনুসন্ধান হয়েছে? প্রশ্ন বিচারপতির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 1:36 PM IST









