Scam: এক হাতের লেখাতেই লুকিয়ে বিরাট রহস্য! নিয়োগ দুর্নীতিতে সিবিআই যা পেল, আঁতকে ওঠার মতো
- Published by:Suman Biswas
- Written by:Amit Sarkar
Last Updated:
Scam: আদালতে আব্দুল খালেকের হাতে লেখার নমুনা সংগ্রহ, নেওয়া হল এক ব্যক্তির গোপন জবানবন্দি।
কলকাতা: এবার একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা ও প্রদীপ সিংয়ের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। সংশোধনাগারে গিয়ে তিন অভিযুক্তকে জেরা করতে চেয়ে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবেদন করে সিবিআই। সূত্রের খবর, সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। খুব শীঘ্রই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা ও প্রদীপ সিংকে জেরা করবে সিবিআই।
অন্যদিকে এই মামলার তদন্তে নেমে এজেন্ট আব্দুল খালেকের হাতে লেখা নথি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। আদালতে আব্দুল খালেকের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে দুটি লেখা একই ব্যক্তির কি না। যা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই মত তদন্তকারীদের।
advertisement
advertisement
অন্যদিকে আদালতে বার বার সিবিআইকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। প্রশ্ন উঠেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কারও গোপন জবান বন্দি করা হয়েছে কিনা? সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম কারও গোপন জবান বন্দি গৃহীত হল আদালতে। সিবিআই সূত্রে খবর, নাইসা-র এক আধিকারিকের গোপন জবান বন্দি নেওয়া হয়েছে আদালতে। আগামী দিনে আরও বেশ কয়েকজনের গোপন জবান বন্দি করাবে সিবিআই। এসএসসি-র পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপরতা দেখা গিয়েছে সিবিআইয়ের অন্দরে। বিভিন্ন জেলার প্রাথমিক কাউন্সিলের সদস্যদের ডেকে পাঠিয়ে ২০১৪ সালের টেটের ভিত্তিতে কোন জেলায় কত নিয়োগ হয়েছে তা খতিয়ে দেখছে সিবিআই। নেওয়া হচ্ছে তালিকাও। খুব শীঘ্রই কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই।
advertisement
তার আগে কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ ছিল এমন বেশ কয়েকজনের বাড়িতে অভিযান চালানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে নথিও। তবে এই মামলাতে এখনও কেন কোনও পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো না, জানতে চেয়েছে আদালতও। সিবিআই সূত্রে খবর, বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপ্রমাণ যোগার করা হচ্ছে। নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 10:29 AM IST