Partha Chatterjee | Scam: পার্থর আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই হানা! ফের মিলবে তাক লাগানো কিছু? তুমুল শোরগোল

Last Updated:

Partha Chatterjee | Scam: যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল, তার আগের রাতেও সুকান্ত আচার্যর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।

পার্থর আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই
পার্থর আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই
নিউ ব্যারাকপুর: প্রাক্তন শিক্ষামন্ত্রী, নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যর বাড়িতে হানা দিল সিবিআই। বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরে সুকান্ত আচার্যর বাড়িতে আসে। এর আগেও একাধিকবার সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সুকান্তকে। এবার সরাসরি তাঁর বাড়িতে হানা দিল সিবিআই টিম। শুধু তাই নয়, পার্থ ঘনিষ্ঠ বেহালার বাসিন্দা সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও এদিন হানা দিয়েছে সিবিআই।
প্রসঙ্গত, যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল, তার আগের রাতেও সুকান্ত আচার্যর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তারপরও একাধিক বার সুকান্ত ডেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিভিন্ন সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছতে হলে সুকান্তের মাধ্যমেই পৌঁছতে হত। এমনকী পার্থর সঙ্গে কারা সাক্ষাৎ করতে আসছেন, পদের দৌলতে তারও খবর থাকত সুকান্তের কাছে।
advertisement
advertisement
আসলে যে কোনও মন্ত্রীদের কাজে তাঁর আপ্ত সহায়কদের বড় ভূমিকা থাকে। সেই হিসাবে পার্থের কাছে যে সমস্ত সুপারিশের চিঠি আসত, তা সুকান্তের হাত গলেই পৌঁছনোর কথা তৎকালীন মন্ত্রীর কাছে। এমনকী প্রার্থী নিয়োগের সমস্ত বিষয়ও পর্যবেক্ষণ করার কথা তাঁর। ব্যক্তিগত সহকারী হওয়ায় পার্থর কার্যকলাপের এমন বহু তথ্য সুকান্তের কাছে আছে বলেই বিশ্বাস তদন্তকারীদের। সেই সূত্রেই সুকান্তকে একাধিক বার জিজ্ঞাসাবাদের পর এবার ফের তাঁর বাড়িতে গেল সিবিআই আধিকারিকরা।
advertisement
পার্থের বিরুদ্ধে তদন্তে নেমে সিবিআই প্রথম তলব করে সুকান্তকে। পরে ইডি-ও সুকান্তর বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সিবিআই সূত্রে খবর, সম্প্রতি পার্থর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে আরও বেশ কিছু তথ্য মিলেছে। তাই ফের আতস কাঁচের নীচে চলে এসেছেন সুকান্ত। তাঁর বাড়ি থেকে এবার বিশেষ কিছু পান কিনা তদন্তকারীরা, সেটাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee | Scam: পার্থর আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই হানা! ফের মিলবে তাক লাগানো কিছু? তুমুল শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement