Cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বাংলার কোন জেলায় কী হতে চলেছে, আগাম জেনে নিন
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Cyclone: ঘূর্ণাবর্তের ফলে ঝড় বৃষ্টি হলে তাপমাত্রার পারদ আরও অনেকটাই কমবে বলে মনে করছে জেলার মানুষ।
প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী শনিবারের মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে মোকা। (প্রতিবেদন: শমিষ্ঠা ব্যানার্জি)
advertisement
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ ও বৃষ্টি দেখা যাচ্ছে। বুধবার দুপুরের পর থেকেই শহর কলকাতা সহ কলকাতার আশেপাশের এলাকা গুলিতে মাঝারি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement









