হোম /খবর /কলকাতা /
সরানো হল তনুজাকে, BJP মহিলা মোর্চার নতুন সভাপতি ফাল্গুনী পাত্র! কেন এই সিদ্ধান্ত

Bengal Bjp: সরানো হল তনুজাকে, বিজেপি মহিলা মোর্চার নতুন সভাপতি ফাল্গুনী পাত্র! কেন এমন সিদ্ধান্ত?

বঙ্গ বিজেপিতে রদবদল

বঙ্গ বিজেপিতে রদবদল

Bengal Bjp: বিজেপি সূত্রের খবর, ফাল্গুনী পাত্র ১৯৯৬ সাল থেকে একনিষ্ঠ বিজেপি কর্মী। ২০০৩ সালে ভোটে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন।

  • Share this:

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপি মহিলা মোর্চার সভাপতি পদে রদবদল করল রাজ্য বিজেপি। তনুজা চক্রবর্তীর বদলে বিজেপি রাজ্য মহিলা মোর্চার নতুন সভাপতি করা হল ফাল্গুনী পাত্রকে। বুধবার এই রদবদলের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপি সূত্রের খবর, ফাল্গুনী পাত্র ১৯৯৬ সাল থেকে একনিষ্ঠ বিজেপি কর্মী। ২০০৩ সালে ভোটে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। তারপর অঞ্চল ও জেলার বিভিন্ন দায়িত্ব পান। পরবর্তীতে ব্যারাকপুর জেলার সভানেত্রী হন। তাঁর নেতৃত্বেই বিজেপি ব্যারাকপুর লোকসভা জেতে। তারপর রাজ্য সম্পাদিকার দায়িত্ব সামলানোর পাশাপাশি দধের নবদ্বীপ জোনের ইনচার্জের দায়িত্বও পালন করেন।

আরও পড়ুন: মালদহে পা দিয়েই এমন কাণ্ড ঘটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুহূর্তে হাততালিতে ভরল এলাকা! কী করলেন, জানেন?

সূত্রের খবর, বিদায়ী সভাপতি তনুজা চক্রবর্তীর সাংগঠনিক দক্ষতা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠছিল। দলের মহিলা মোর্চার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের পাশাপাশি মহিলা কর্মীদের মধ্যেও ক্ষোভ বিক্ষোভ বাড়ছিল তনুজাকে কেন্দ্র করে। সেই কারণেই বিজেপি মহিলা মোর্চার সভাপতি বদল করা হল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘আমার কেশাগ্র স্পর্শ করতে পারেনি’, ইডি-সিবিআই নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়!

পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বুথ সশক্তিকরণ অভিযান সহ নানান কর্মসূচি পালন করছে বঙ্গ বিজেপি। তারই অঙ্গ হিসেবে এবার রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রকে মনোনীত করার পাশাপাশি কলকাতা সহ পুরুলিয়া এবং শিলিগুড়িতেও মহিলা মোর্চার নতুন সাধারণ সম্পাদিকা পদে যথাক্রমে শশী অগ্নিহোত্রী, কাবেরী চট্টোপাধ্যায় এবং অনিন্দিতা রায় দাসের নামও এদিন ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, Bengal BJP