Abhishek Banerjee: মালদহে পা দিয়েই এমন কাণ্ড ঘটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুহূর্তে হাততালিতে ভরল এলাকা! কী করলেন, জানেন?
- Published by:Suman Biswas
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Abhishek Banerjee: দক্ষিণ দিনাজপুরের কর্মসূচি শেষ করে বুধবার মালদহে পৌঁছেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মালদহ: মালদহে প্রথম জনসংযোগ কর্মসূচিতে যোগদান দিতে গিয়ে নিজের হাতে ঢাকে বোল তুললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ ঢাকিদের সঙ্গে ঢাক বাজান তিনি। তারপর মন্দিরে পুজো দিয়ে মালদহের কর্মসূচি শুরু করেন। দক্ষিণ দিনাজপুরের কর্মসূচি শেষ করে বুধবার মালদহে পৌঁছেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন প্রথমেই তিনি মালদহের বামনগোলা ব্লকের নালাগোলা রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিতে যান। সেখানে কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। দলীয় নেতৃত্বেদের নিয়ে সেখানে তিনি পুজো দেন। তারপর সেখানেই জনসংযোগ কর্মসূচি করতে দেখা যায় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি নিজের হাতে ঢাক বাজাতে শুরু করেন। তাকে দেখে আপ্লুত হয়ে ওঠেন সেখানে উপস্থিত ঢাকিরা। কাছে পেয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন উপস্থিত ঢাকিদের দল। তার পূজা উপলক্ষে এদিন সেখানে ঢাকিদের ডাক পড়েছিল।
advertisement
advertisement
স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ঢাকিরা। অপরদিকে কয়েক হাজার কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যে সেখানে পৌঁছে যান স্থানীয় এক বৃদ্ধা। তাকে দেখতে পেয়ে সেখানে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। বেশ কিছুক্ষণ কথা বলেন ওই বৃদ্ধার সঙ্গে।
advertisement
তবে এদিন মালদহে এসে প্রথমেই বামনগোলা ব্লকের নালাগোলা রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে জেলার কর্মসূচি শুরু করেন। নালাগোলা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্য দান করেন অভিষেক। সেখান থেকে বেরিয়ে একে একে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। বামনগোলা ব্লকের পর হবিবপুর ব্লকে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদান করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
------- হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 6:24 PM IST