TMC: সাতসকালে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে পড়ল ইনকাম ট্যাক্স অফিসাররা! তোলপাড় বাংলা  

Last Updated:

TMC: হেমন্ত শর্মার ভাই একজন ব্যবসায়ী। হেমন্ত শর্মার বাড়ি মালদহের হব্বিপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায়।

তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা
তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা
মালদহ: এবার মালদহে কেন্দ্রীয় সংস্থার হানা। বুধবার সকাল থেকে মালদহের তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়িতে হানা দেয়। তাঁর দুইটি বাড়ি, অফিসে হানা দিয়েছে। সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে আইকর দফতর হানা দিয়েছে। একসঙ্গে চার জায়গায় হানা দিয়েছেন আয়কর দফতরের কর্তারা। হেমন্ত শর্মা তৃণমূলের কো- অর্ডিনেটর পদে ছিলেন। বর্তমানে কোনও পদে নেই। তবে তিনি রাজ্যসভার সাংসদ মৌসম নূরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।
হেমন্ত শর্মার ভাই একজন ব্যবসায়ী। হেমন্ত শর্মার বাড়ি মালদহের হব্বিপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায়। তবে গত কুড়ি বছর আগে মালদহ শহরে আসেন। শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায় বাড়ি রয়েছে। শহরের বাড়িতেই থাকেন তিনি। বুধবার সকাল আটটা নাগাদ আয়কর দফতরের কর্তারা হানা দেন। এদিন তৃণমূল নেতার দুটি বাড়ি সহ দুইটি অফিসে হানা দেয়।
advertisement
advertisement
হব্বিপুরের বুলবুলচন্ডীর বাড়ি, মালদহ শহরের বাড়ি সহ তাঁর দুইটি অফিসে হানা দেয়। নেতার একটি অফিস রয়েছে মালদহ শহরের স্টেশন রোড ও অপরটি শহরের একটু বাইরে সুস্থানী মোড়ে। এই দুটি অফিসেও এদিন হানা দেয়। এখনও চলছে বাড়ি সহ দুইটি অফিসে তল্লাশি।
advertisement
মালদহে এই প্রথম কোনো তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা। তবে এখনও কিছুই জানা যায়নি এ বিষয়ে। ঠিক কারণে এই তল্লাশি, এই বিষয়ে মালদহ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, কী হয়েছে, এই বিষয়ে আমার কিছু জানা নেই। খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। শুনেছি বুলবুলচন্ডীতে কোনো একটি বাড়িতে হানা দিয়েছে। প্রশাসন আছে, এই বিষয়ে প্রশাসন সঠিক তদন্ত করবে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
TMC: সাতসকালে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে পড়ল ইনকাম ট্যাক্স অফিসাররা! তোলপাড় বাংলা  
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement