Cyclone: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা! কেমন দুর্যোগ হবে বাংলার জেলায়? তুমুল সতর্কতা
- Published by:Suman Biswas
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Cyclone Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা! জেনে নিন নদিয়ায় এর কতটা প্রভাব পড়তে পারে।
নদিয়া: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মোখা! ৮ মে থেকে বাড়বে ঘূর্ণিঝড়ের শক্তি। আগামী সপ্তাহ থেকে ঘূর্ণিঝড় মোখার শক্তি এক লপ্তে অনেকটাই বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে এখনও নিশ্চিত ভাবে বলা যায়নি। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা নাকি মায়ানমারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি হবে তা এখনও বলা হয়নি। এই নিয়ে এখনও ধন্দ্ব রয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের। আগামী বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের সম্পর্কে বিশদে জানা যাবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে যতদূর বোঝা যাচ্ছে আগামী ৯ থেকে ১১ মে ঘূর্ণিঝড় মোখা দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে। তারপর তা উত্তর পশ্চিমের দিকে এগিয়ে এগিয়ে আসবে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দফতরের সূত্রে। পাশাপাশি বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গসহ কলকাতার আকাশের মুখ ভার। বুধবার গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
advertisement
শুক্রবার পর্যন্ত দক্ষিণে বৃষ্টি হবে। আজ উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মোচার জন্য এখন থেকেই সতর্ক নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আবহাওয়া বুঝে মিটিং- মিছিল করতে হবে। যেহেতু বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে তাই মানুষকে বেশি করে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। দুর্যোগের হাত থেকে মানুষকে রক্ষা করতে মন্ত্রিসভাকে পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
তবে ঘূর্ণিঝড় মোখার জেরে কতখানি প্রভাব ফেলতে পারে নদীয়া জেলায় তা এখনই বোঝা যাচ্ছে না। তবে সকল প্রকার সতর্ক থাকতেই পরামর্শ দিচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী।
-----মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 2:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা! কেমন দুর্যোগ হবে বাংলার জেলায়? তুমুল সতর্কতা