Bangla News: মুহূর্তে বদলে গেল পরিস্থিতি, রাস্তায় পড়ে শরীরের অংশ! কী ঘটল কোচবিহারে?

Last Updated:

Bangla News: দুর্ঘটনার বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, "দুটি বাইক বিপরীত দিক থেকে আসার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে একে অপরকে।''

কোচবিহার: কোচবিহার জেলা জুড়ে ব্যাপক দৌরাত্ম্য দেখতে পাওয়া যাচ্ছে বাইক আরোহীদের। যুব সমাজের এই সমস্ত বাইক আরোহীরা বেশিরভাগ সময় ট্রাফিক আইন সঠিক ভাবে মেনে বাইক চালান না। আবার অনেকে তো রীতিমতো মদ্যপ অবস্থাতেও বাইক চালিয়ে থাকেন। তবে এবার রেলগুমটি সংলগ্ন কোচবিহার এয়ারপোর্টের পাশের রাস্তায় ঘটে গেল এক দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম হলেন তিন বাইক আরোহী। দুটি বাইকের এই দুর্ঘটনায় বাইক আরোহী এক যুবকের পা গোড়ালি থেকে সম্পূর্ণ কেটে যায়। এবং বাকি দুজন যুবক গুরুতর আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, "দুটি বাইক বিপরীত দিক থেকে আসার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে একে অপরকে। তারপর দুটি বাইকে থাকা মোট তিনজন বাইক আরোহী কমপক্ষে ১০০ মিটার পর্যন্ত দূরে ছিটকে গিয়ে পড়েন। ঘটনাস্থলেই রাস্তায় মুহুর্তে ভিড় জমে যায় পথ চলতি সাধারণ মানুষের। তবে তখনই বেশ কিছু মানুষ রাস্তার ওপর একটি পায়ের অংশ পড়ে থাকতে দেখেন। দ্রুত খবর পাঠানো হয় কোচবিহার কোতোয়ালি থানায়। এবং আহতদের দ্রুত কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পড়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাইক দুটি থানায় নিয়ে যায়।"
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, সম্ভবত নেশাগ্রস্থ অবস্থায় বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এই দুর্ঘটনার জেরে এক বাইক আরোহী যুবকের পা গোড়ালি থেকে কেটে আলাদা হয়ে গিয়েছে।
advertisement
এবং অপর দুই যুবক ও গুরুতর বেশ কিছু আঘাত পেয়েছে। তবে দ্রুত সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সকলের প্রাণ রক্ষা হয়েছে। তবে দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটি বর্তমানে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।
advertisement
-----Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: মুহূর্তে বদলে গেল পরিস্থিতি, রাস্তায় পড়ে শরীরের অংশ! কী ঘটল কোচবিহারে?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement