Bangla News: জারে কী? প্রশ্ন করল বিএসএফ! ফেলে দৌড় বাংলাদেশে, যা মিলল, চোখ কপালে উঠল সকলের

Last Updated:

Bangla News: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হয় দুই পাচারকারী।

এ কী মিলল!
এ কী মিলল!
দক্ষিণ দিনাজপুর: আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক কাচের জার ভর্তি তরল সাপের বিষ উদ্ধার করল ১৩৭ ব্যাটেলিয়ান বিএসএফ। দক্ষিণ দিনাজপুর জেলার হিলির গয়েশপুর বিওপির পাহান পাড়া সীমান্তে উদ্ধার বিষের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। তবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হয় দুই পাচারকারী।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি বিশেষ সূত্রে নিজস্ব গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল। সেই অনুযায়ী সোমবারসাড়ে বারোটা নাগাদ সীমান্তের ভারতীয় গ্রাম পাহানপাড়া এলাকায় গোপনে অপেক্ষা করতে থাকে বিএসএফ দল।
advertisement
কিছু পরেই বাংলাদেশ থেকে দুই চোরাকারবারি সীমান্তের দিকে এগিয়ে আসে। তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফ তাদের দাঁড়াতে বলে। কিন্ত তারা বাংলাদেশের দিকে ছুটতে শুরু করে। কিন্ত ওই দুই পাচারকারীকে ধরতে পারা যায়নি।
advertisement
এরপরেই পাচারকারীদের ফেলে যাওয়া সামগ্রীর তল্লাশি শুরু করে সীমান্ত প্রহরীরা।উদ্ধার হয় একটি জার। যেখানে লেখা রয়েছে মেডইন ফ্রান্স। সেই জারের মধ্যে তরল দ্রব্য কোবরা সাপের বিষ বলে মনে করছে বিএসএফ।
------সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: জারে কী? প্রশ্ন করল বিএসএফ! ফেলে দৌড় বাংলাদেশে, যা মিলল, চোখ কপালে উঠল সকলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement