Scam | Shantanu Banerjee: মিলল আরও ২৬ জনের খোঁজ, শান্তনুকে নিয়ে বিস্ফোরক ইডি! কোটি-কোটি টাকার খেলা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Scam | Shantanu Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন করে ২৬ জন ক্যান্ডিডেটের লেনদেনের সন্ধান পেল ইডি।
অর্পিতা হাজরা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় পরতে পরতে রহস্য! আরও এক কোটি ৪০ লক্ষ টাকা ক্যান্ডিডেটদের থেকে এসেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই টাকা এসেছে আরও নয়া ২৬ জন ক্যান্ডিডেটদের থেকে। চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন করে ২৬ জন ক্যান্ডিডেটের লেনদেনের সন্ধান পেল ইডি। যাঁদের থেকে শান্তনুর কাছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এসেছে। রিমান্ড প্রেয়ারে উল্লেখ, ইডির তদন্তে উঠে এসেছে, শান্তনুর বাড়ি থেকে যে ৩০০ জনের লিস্ট পাওয়া গিয়েছিল, তাদের ছাড়াও আরও ২৬ জন ক্যান্ডিডেটের খোঁজ পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
যেখানে ১ কোটি ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে রেখে তদন্ত এগোচ্ছে। তদন্ত করতে গিয়ে ইডি জানতে পেরেছে, শান্তনু বন্দ্যোপাধ্যায় যাঁদের কাজ করাত, তাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রেখেছিল এবং তাঁদের অজান্তে চেক বুকে সই করিয়ে নিয়ে টাকা নয়ছয় করত। ইডি তদন্তে উঠে এসেছে, শান্তনু নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কালো টাকা সাদা করার জন্য অন্যদের কোম্পানি ব্যবহার করেছে। এবং সেখানে থেকে টাকা ঘুরিয়ে সুবিধাপ্রদানকারীদের কাছে পৌঁছাত টাকা।
advertisement
লোটাস কনস্ট্রাকশন নামে অন্য একজনের কোম্পানিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেন্ডার পাইয়ে দিত। এবং সেই কোম্পানির অ্যাকাউন্টকে কালো টাকা সাদা করার জন্য ফান্ড রুট হিসাবে ব্যবহার করত শান্তনু।শান্তনুর আইনজীবীর পাল্টা আবেদন, এক কোটি ৪০ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে, এমনই দাবি ইডির। কিন্তু এটার কোনো ডকুমেন্টস নেই। তার কিছু লোন রয়েছে। শান্তনু এতো বোকা নয় যে সবকিছু নিজের বাড়িতে রেখে দেবে। যখন ইডি শান্তনুকে বার বার ডাকছে। অবশ্য ইডি তরফে ফের শান্তনুর জেল হেফাজতের জন্য আবেদন করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 3:13 PM IST