Samik Bhattacharya: পদে বসেই বিরাট চমক দিতে চলেছেন শমীক ভট্টাচার্য! এতদিন যা হয়নি বঙ্গ বিজেপিতে, এবার তাই ঘটবে! কী করতে চলেছেন শমীক জানেন?
- Published by:Suman Biswas
- Reported by:Susmita Mondal
Last Updated:
Samik Bhattacharya: জুলাইতেই হতে চলেছে রাজ্য বিজেপির নয়া কমিটি। বদল হতে পারে পাঁচ সাধারণ সম্পাদক এর মধ্যে দুজন।
কলকাতা: সুকান্ত পর্ব শেষ হয়ে শমীক যুগের সূচনা হতেই খোলনলচে বদলাতে চলেছে বঙ্গ বিজেপির দলীয় কমিটি। নতুন রাজ্য সভাপতির নেতৃত্বে নতুন করে সাজতে চলেছে বিজেপির সাংগঠনিক এবং অন্যান্য কমিটিগুলি। চলতি মাসেই বিজেপির রাজ্য কমিটি, মোর্চা ও বিভিন্ন সেলে ব্যাপক রদবদল আসতে চলেছে বলে খবর।
advertisement
জুলাইতেই হতে চলেছে রাজ্য বিজেপির নয়া কমিটি। বদল হতে পারে পাঁচ সাধারণ সম্পাদক এর মধ্যে দুজন। মোর্চা সভাপতি পদেও আসতে পারে বদল। নতুন করে রাজ্য কমিটি তৈরির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর ২০ জুলাইয়ের পর হবে রদবদল। সভাপতি পদে আসার পর শমীক ভট্টাচার্য স্পষ্ট করেছেন পুরোনো কর্মীদের গুরুত্ব। মনে করা হচ্ছে বিজেপির আদি ব্রাত্য কর্মীদের গুরুত্ব বাড়তে চলেছে এই নতুন করে তৈরি হওয়া কমিটিতে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা ২৫০টি হাসপাতাল, ভারতের কোন হাসপাতালগুলি সেরার জায়গায় জানেন? নাম শুনে কিন্তু চমকে উঠবেন
বিজেপি সূত্রে খবর, রাজ্য কমিটি, মোর্চা ও বিভিন্ন সেলের পদাধিকারী স্তরে রদবদল হতে চলেছে। ২০ জুলাইয়ের পর পরিবর্তনের পালা। ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে দক্ষ ও সক্রিয় নেতাদের নিয়ে নিজের টিম গড়ে নিতে চাইছেন নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বঙ্গ বিজেপির যে সমস্ত পদে বদলের কথা শোনা যাচ্ছে, তার মধ্যে রাজ্য সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সম্পাদক পদ রয়েছে। সহ-সভাপতি পদ থেকে দু’জনকে সরানো হতে পারে। বর্তমানে রাজ্য সংগঠনে দশজন সহ-সভাপতি রয়েছেন। সেখানে পুরনো নেতাদের সক্রিয় করা হচ্ছে বলে খবর। এগারো জন সম্পাদকের নামেও আসতে পারে বদল।
advertisement
যুব ও মহিলা মোর্চার শীর্ষ পদে বদল আনা হতে পারে বলে খবর। দলের প্রধান মুখপাত্র রয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজেই। বিজেপির নীতি অনুযায়ী এক ব্যক্তি এক পদের কারণে যেহেতু শমীক ভট্টাচার্য আর দলের প্রধান মুখপাত্র থাকতে পারবেন না তাই এবার প্রধান মুখপাত্র হিসাবে এক তরুণ নামের কথা ভাবনায় রয়েছে বিজেপির। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপির মুখ্য কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ইতিমধ্যে জানিয়েছেন ভোট শতাংশ বাড়ানোর লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ নিতে হবে। আর সে কারণেই শেষবারের মতো লড়াইয়ের ময়দানে ঝাঁপানোর আগে সকল সংগঠন এবং কর্মী সমর্থকদের চাঙ্গা করতে চাইছে বঙ্গ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 7:17 PM IST

