RG Kar Student death: আবার আরজি কর হাসপাতালের মেডিক্যাল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ছাত্রীর দেহ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
RG Kar hospital: আবার আরজি কর! আবার মেডিক্যাল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। হস্টেল থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর ঝুলন্ত দেহ।
কলকাতা: আবার আরজি কর! আবার মেডিক্যাল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। হস্টেল থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর ঝুলন্ত দেহ।
পুলিশ সূত্রে খবর, আরজি কর হাসপাতালে দ্বিতীয় বর্ষে এমবিবিএস পড়ছিলেন মৃত ছাত্রী (২০)। রবিবার কামারহাটি ইএসআই হাসপাতালের কোয়ার্টারে নিজের ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
advertisement
জানা গিয়েছে, মৃত পড়ুয়ার মা কামারহাটি ইএসআই হাসপাতালের চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, মৃত ডাক্তারি পড়ুয়া ঘরে একাই ছিলেন। দীর্ঘ সময় ধরে ফোন করলেও কোনও উত্তর পাওয়া যায়নি। তাঁর মা শুক্রবার রাতে দরজা খুলে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
advertisement
প্রসঙ্গত, ৯ অগাস্ট চিকিসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে। তাঁর ধর্ষণ এবং খুন হওয়ার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই রেশ এখনও কাটেনি। শিয়ালদহ আদালতে সেই খুন এবং ধর্ষণে আজীবন কারাবাসের সাজা পেয়েছে সঞ্জয় রাই। এর মধ্যেই আবার আরজি কর হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু হল মেডিক্যাল পড়ুয়ার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2025 7:20 PM IST