Mamta Kulkarni: ২৩ বছরে একটাও অ্যাডাল্ট ছবি দেখিনি! সন্ন্যাস নিয়ে বলতে গিয়ে এ কী বললেন মমতা কুলকার্নি

Last Updated:
Mamta Kulkarni: কুম্ভমেলায় সন্ন্যাস নিয়ে ট্রেন্ডিং হয়ে গিয়েছেন ৯০-এর দশকের বিখ্যাত অভিনেত্রী মমতা কুলকার্নি। মহাকুম্ভের সময় কিন্নর আখড়া অভিনেত্রীকে মহামণ্ডলেশ্বরের পদ দিয়েছিল, সেই নিয়ে বিস্ফোরক অভিনেত্রী।
1/7
কুম্ভমেলায় সন্ন্যাস নিয়ে ট্রেন্ডিং হয়ে গিয়েছেন ৯০-এর দশকের বিখ্যাত অভিনেত্রী মমতা কুলকার্নি। মহাকুম্ভের সময় কিন্নর আখড়া অভিনেত্রীকে মহামণ্ডলেশ্বরের পদ দিয়েছিল, যার বিরোধিতা করেছিলেন অনেক সন্ন্যাসীই।
কুম্ভমেলায় সন্ন্যাস নিয়ে ট্রেন্ডিং হয়ে গিয়েছেন ৯০-এর দশকের বিখ্যাত অভিনেত্রী মমতা কুলকার্নি। মহাকুম্ভের সময় কিন্নর আখড়া অভিনেত্রীকে মহামণ্ডলেশ্বরের পদ দিয়েছিল, যার বিরোধিতা করেছিলেন অনেক সন্ন্যাসীই।
advertisement
2/7
রামদেব এবং বাগেশ্বর ধাম তাঁদের মধ্যে অন্যতম, যাঁরা মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বরের পদ দেওয়ার প্রকাশ্য বিরোধিতা করেছিলেন। এই দুজনেই অভিনেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। বিতর্ক বাড়তে থাকায় ৭ দিনের মধ্যেই মমতা কুলকার্নির পদ কেড়ে নেওয়া হয়।
রামদেব এবং বাগেশ্বর ধাম তাঁদের মধ্যে অন্যতম, যাঁরা মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বরের পদ দেওয়ার প্রকাশ্য বিরোধিতা করেছিলেন। এই দুজনেই অভিনেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। বিতর্ক বাড়তে থাকায় ৭ দিনের মধ্যেই মমতা কুলকার্নির পদ কেড়ে নেওয়া হয়।
advertisement
3/7
মহামণ্ডলেশ্বর উপাধি কেড়ে নেওয়ার পর অভিনেত্রী রজত শর্মার শো ‘আপনার আদালতে’ অংশগ্রহণ করেন। এই সময়ে তিনি সমস্ত বিতর্কের জবাব দেন। ওই শোতে মমতার কাছে রামদেব নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি জানান, রামদেবকে তিনি বলতে চান মহাকাল এবং মহাকালীকে ভয় পাওয়া উচিত।
মহামণ্ডলেশ্বর উপাধি কেড়ে নেওয়ার পর অভিনেত্রী রজত শর্মার শো ‘আপনার আদালতে’ অংশগ্রহণ করেন। এই সময়ে তিনি সমস্ত বিতর্কের জবাব দেন। ওই শোতে মমতার কাছে রামদেব নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি জানান, রামদেবকে তিনি বলতে চান মহাকাল এবং মহাকালীকে ভয় পাওয়া উচিত।
advertisement
4/7
বাগেশ্বর ধামও অভিনেত্রীর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ' এই পদবি তাঁকে দেওয়া উচিত যার মধ্যে সাধু বা সাধ্বীর ভাবনা থাকে'। আপনার আদালতে মমতা এই বক্তব্যেরও জবাব দেন।
বাগেশ্বর ধামও অভিনেত্রীর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ' এই পদবি তাঁকে দেওয়া উচিত যার মধ্যে সাধু বা সাধ্বীর ভাবনা থাকে'। আপনার আদালতে মমতা এই বক্তব্যেরও জবাব দেন।
advertisement
5/7
মমতা বয়স মনে করিয়ে দেন তিনি বলেন, 'ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বরধামের যতটা বয়স (২৫ বছর), ততটা আমি তপস্যা করেছি। আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে বলতে চাই যে তাঁর গুরু থেকে জিজ্ঞাসা করুন যে আমি কে এবং চুপচাপ বসে থাকুন’।
মমতা বয়স মনে করিয়ে দেন তিনি বলেন, 'ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বরধামের যতটা বয়স (২৫ বছর), ততটা আমি তপস্যা করেছি। আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে বলতে চাই যে তাঁর গুরু থেকে জিজ্ঞাসা করুন যে আমি কে এবং চুপচাপ বসে থাকুন’।
advertisement
6/7
অভিনেত্রীর উপর অভিযোগ উঠেছিল তিনি নাকি ১০ কোটি টাকা দিয়ে মহামণ্ডলেশ্বরের পদবি অর্জন করেছেন। এর জবাবে তিনি বলেন যে তার কাছে ১০ কোটি তো দূরের কথা ১ কোটি টাকাও নেই।
অভিনেত্রীর উপর অভিযোগ উঠেছিল তিনি নাকি ১০ কোটি টাকা দিয়ে মহামণ্ডলেশ্বরের পদবি অর্জন করেছেন। এর জবাবে তিনি বলেন যে তার কাছে ১০ কোটি তো দূরের কথা ১ কোটি টাকাও নেই।
advertisement
7/7
নিজের সাধ্বী হওয়ার যাত্রা সম্পর্কে কথা বলতে গিয়ে মমতা কুলকার্নি জানান, গত ২৩ বছর ধরে তিনি একটি প্রাপ্তবয়স্ক সিনেমাও দেখেননি। এর সাথে আরও বলেন যে তিনি কখনও মহামণ্ডলেশ্বর হতে চাননি, কিন্তু কিন্নর আখাড়ার আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর চাপে মহামণ্ডলেশ্বর হয়েছিলেন।
নিজের সাধ্বী হওয়ার যাত্রা সম্পর্কে কথা বলতে গিয়ে মমতা কুলকার্নি জানান, গত ২৩ বছর ধরে তিনি একটি প্রাপ্তবয়স্ক সিনেমাও দেখেননি। এর সাথে আরও বলেন যে তিনি কখনও মহামণ্ডলেশ্বর হতে চাননি, কিন্তু কিন্নর আখাড়ার আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর চাপে মহামণ্ডলেশ্বর হয়েছিলেন।
advertisement
advertisement
advertisement