RG Kar Case: আরজি কর...! নির্যাতিতার পরিবারের মামলা, এবার সুপ্রিম কোর্ট?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
RG Kar Case: আরজি করের নির্যাতিতার পরিবারের মামলা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতুবি রাখল কলকাতা হাইকোর্ট।
কলকাতা : আরজি করের নির্যাতিতার পরিবারের মামলা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতুবি রাখল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আপাতত মামলার শুনানি মুলতবি থাকবে। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, এই বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।
advertisement
আরজি করে ঘটনায় সিবিআই তদন্তের উপরে ভরসা রাখতে না পেরে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা-মা। গত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতার মা-বাবা। কিন্তু নির্যাতিতার পরিবারের দায়ের করা নতুন মামলার শুনানি আপাতত মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
advertisement
আগেই তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নজরদারিতে তদন্ত চলছে কি না, তা আগে জানা প্রয়োজন রয়েছে। এরপর সিবিআই এবং নির্যাতিতার পরিবার এই নিয়ে ভিন্ন মতামত দেয়। প্রধান বিচারপতির বেঞ্চ আরজি কর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত রায়ে জানিয়েছিল, নিয়মিত তদন্তের।
advertisement
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলা অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের বিরুদ্ধে ৯০ দিনে চার্জশিট জমা না দিতে পারলেও তদন্ত শেষ হয়নি তদন্ত চলছে এই মর্মে লিখিত পিটিশন শনিবারই শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। একই সঙ্গে দাখিল হওয়া পিটিশনে সিবিআই জানিয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে মামলার মূল অভিযুক্তর বিরুদ্ধে বিচার পর্ব চলছে বলে জানানো হয়েছে! অন্যদিকে নির্যাতিতার পরিবারের তরফ থেকেও আসে লিখিত আবেদন! তদন্ত প্রক্রিয়ায় কিছু খামতি রয়েছে বলেও সেখানে বলা হয়!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 1:22 PM IST