RG Kar Doctor Murder Case: আরজি কর কাণ্ডে আজ সাজা ঘোষণা! শিয়ালদহ আদালত যেন দুর্গ, আরও বড় লড়াইয়ের ইঙ্গিত নির্যাতিতার বাবা-মা'র
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
RG Kar Doctor Murder Case verdict Today Live: আজ সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা। সেই কারণেই নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদার আদালতের আশেপাশের এলাকা। প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে। রয়েছেন দুজন ডিসি পদমর্যাদা আধিকারিকরা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার
কলকাতাঃ আজ সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা। সেই কারণেই নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদার আদালতের আশেপাশের এলাকা। প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে। রয়েছেন দুজন ডিসি পদমর্যাদা আধিকারিকরা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে ৫ জন, ইন্সপেক্টর ১৪ জন, এসআই পদমর্যতার আধিকারিকরা রয়েছেন ৩১ জন, এএসআই পদমর্যতার আধিকারিকরা রয়েছেন ৩৯ জন, কনস্টেবল রয়েছে ২৯৯, এবং মহিলা পুলিশ মোতায়েন রয়েছে ৮০ জন।
সব মিলিয়ে প্রায় ৫০০ পুলিশ কর্মী মোতায়ন রয়েছে শিয়ালদা কোর্ট সহ আশেপাশে এলাকায়।শিয়ালদহ কোর্ট চত্বর এবং আশেপাশের এলাকা মিলিয়ে সকাল থেকেই কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোর্ট চত্বরে সামনে করা হয়ছে ত্রিস্তরীয় গার্ডরেইলের ব্যবস্থা। নিরাপত্তার তত্ত্বাবধানে দুজন ডিসি পদমর্যাদার অফিসার।
advertisement
advertisement
আরজি কর কাণ্ডের সাজা রায়ের দিন সরব নির্যাতিতার মা। তিনি বলেন, ‘সাজা হিসেবে ফাঁসি চাই। সিবিআই প্রভাবিত হয়েছে। বড় মাথা রয়েছে। সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে অনেক।’ নির্যাতিতার বাব বলেন, ‘কোনও আসামি তো স্বীকার করে না যে সে দোষী। তবে কঠোর শাস্তি চাই। আমরা যাতে আগামী দিনে লড়াই আরও বৃহত্তর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি তাঁর প্লাটফর্ম তৈরি করে দিচ্ছেন বিচারক সে ইঙ্গিত গত দিন উনি দিয়েছেন।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 10:29 AM IST