Rail: কেরলের ছায়া বাংলায়! শিয়ালদহে উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকতেই ভেঙে পড়ল মিডল বাঙ্কের শিকল! রক্তারক্তি কাণ্ড

Last Updated:

Rail: জুন মাসেই কেরলে বৃদ্ধ যাত্রীর ওপর ভেঙে পড়েছিল ট্রেনের আপার বার্থ।

ভয়ঙ্কর কাণ্ড
ভয়ঙ্কর কাণ্ড
কলকাতা: কেরলের ছায়া এবার এ রাজ্যে। এবার মিডল বাঙ্কের শিকল খুলে আহত যাত্রী। রবিবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদহ ঢোকার সময়ে লোয়ার বাঙ্কে বসেছিলেন বিমলেন্দু রায়। আচমকা তার মাথায় খুলে পড়ে শিকল। মাথা থেকে রক্ত বেরোতে থাকে। অভিযোগ, শিয়ালদহ স্টেশনে ঘটনা ঘটলেও রেলের কোনও ডাক্তার পাননি তিনি।
শেষ পর্যন্ত সহযাত্রীদের উদ্যোগে রেলের কর্মরত টিটিই তাকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যান। সেখান থেকে তাকে নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। কেরলের যাত্রীর মৃত্যু হয়েছিল। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এরই মধ্যে খাস কলকাতায় ঘটল এই ঘটনা। ফের সমালোচনার মুখে রেল।
advertisement
advertisement
প্রসঙ্গত, জুন মাসেই কেরলে বৃদ্ধ যাত্রীর ওপর ভেঙে পড়েছিল ট্রেনের আপার বার্থ। আচমকা এই ঘটনার ফলে মৃত্যু হয়েছিল ওই যাত্রীর। কেরল থেকে নয়া দিল্লিগামী এর্নাকুলাম-হযরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে (১২৬৪৫) ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা।
রেলের রক্ষণাবেক্ষণে গাফিলতির ফলেই এমন দুর্ঘটনা বলেই অভিযোগ উঠেছিল। ফের ঘটল একই রকম ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rail: কেরলের ছায়া বাংলায়! শিয়ালদহে উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকতেই ভেঙে পড়ল মিডল বাঙ্কের শিকল! রক্তারক্তি কাণ্ড
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement