Building Collapses: গুজরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৬ তলা বাড়ি! ৭ জনের দেহ উদ্ধার, ধ্বংসস্তূপে আটকে অসংখ‍্য, কী কারণে বিপর্যয়?

Last Updated:

Surat Building Collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছয় তলা বাড়ি। প্রবল বর্ষার জেরেই বহুতল ভেঙে পড়েছে বলে সূত্রের খবর। গুজরাতে সুরাতের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে থাকার সম্ভাবনা।

গুজরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৬ তলা বাড়ি! ৭ জনের দেহ উদ্ধার, ধ্বংসস্তূপে আটকে অসংখ‍্য, কী কারণে বিপর্যয়?
গুজরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৬ তলা বাড়ি! ৭ জনের দেহ উদ্ধার, ধ্বংসস্তূপে আটকে অসংখ‍্য, কী কারণে বিপর্যয়?
সুরাত:  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছয় তলা বাড়ি। প্রবল বর্ষার জেরেই বহুতল ভেঙে পড়েছে বলে সূত্রের খবর। গুজরাতে সুরাতের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে থাকার সম্ভাবনা।
পিটিআইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সুরাতের সচিন পালি গ্রামে ঘটেছে এই ঘটনা। ধ্বংসস্তূপ থেকে এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকার্য। ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। মাত্র আট বছর আগে তৈরি হয়েছিল এই বহুতল। বহুতলের বেশিরভাগ ফ্ল‍্যাটই খালি ছিল। তবে ঘটনার সময় আটকে পড়ে বেশ কিছু পরিবার।
advertisement
advertisement
advertisement
পাঁচটি পরিবার বহুতল ভেঙে পড়ার সময় সেখানে পাঁচটি পরিবার আটকে পড়ে। চলছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বিভাগ রয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) কেও ডাকা হয়েছে উদ্ধারকার্যে। এনডিআরএফ এবং এসডিআরএফ-ও যৌথ উদ‍্যোগে উদ্ধারকাজ চালাচ্ছে।
advertisement
একইভাবে, সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট বলেছিলেন যে, তিনি নিশ্চিত যে ধ্বংসস্তূপের নীচ থেকে আটকে পড়া ব্যক্তিদের কণ্ঠস্বর শোনা যাবে, এই আশ্বাস দিয়ে যে তাদের শীঘ্রই উদ্ধার করা হবে। উদ্ধার অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ ভবনটি ধসের কারণ খুঁজে বের করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Building Collapses: গুজরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৬ তলা বাড়ি! ৭ জনের দেহ উদ্ধার, ধ্বংসস্তূপে আটকে অসংখ‍্য, কী কারণে বিপর্যয়?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement