Qatar Airways: কাতার থেকে ফ্লাইট আসতে দেরি, কলকাতা বিমানবন্দরে রাত থেকেই আটকে যাত্রীরা

Last Updated:

Qatar Airways Kolkata Flight: কাতারে আমেরিকার এয়ারবেসে ইরানের মিসাইল হামলার কারণে দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমান কলকাতায় আসতে দেরি ৷ এর ফলে ভোর রাত থেকেই অপেক্ষা করছেন যাত্রীরা বিমানের জন্য ৷

কাতার থেকে ফ্লাইট আসতে দেরি কলকাতায় (File Photo)
কাতার থেকে ফ্লাইট আসতে দেরি কলকাতায় (File Photo)
অনুপ চক্রবর্তী, কলকাতা: কাতারে আমেরিকার এয়ারবেসে ইরানের মিসাইল হামলার কারণে দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমান কলকাতায় আসতে দেরি ৷ এর ফলে ভোর রাত থেকেই অপেক্ষা করছেন যাত্রীরা বিমানের জন্য ৷
কলকাতা বিমানবন্দরে গতকাল, সোমবার রাত থেকেই আটকে কাতার এয়ারওয়েজের যাত্রীরা। কারণ এখনও পর্যন্ত কাতার থেকে কলকাতায় এসে পৌঁছতে পারেনি বিমানটি ৷ কাতারে আমেরিকার এয়ারবেসে হামলার কারণে দোহা থেকে সঠিক সময় বিমানটি রওনা দিতে পারেনি এদিন। কাতার থেকে সেই বিমান কলকাতায় এসে পৌঁছনোর পর এই যাত্রীদের নিয়ে QR ৫৪১ বিমানটি দোহার উদ্দেশ্যে রওনা দিতে পারবে।
advertisement
advertisement
বিমানবন্দর সুত্রে খবর, দুপুরের আগে সেই বিমান কলকাতা এসে পৌঁছতে পারবে না। বিমান এসে পৌঁছানোর পরেই এই যাত্রীদেরকে নিয়ে নির্দিষ্ট গন্তব্য স্থলে রওনা দেবে যাত্রীরা ৷ ভোর রাত থেকেই এয়ারপোর্টে লাউঞ্জে অপেক্ষা করছেন তাঁরা। বিমানবন্দর সূত্রে খবর, ভোর পাঁচটায় বিমানটি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং মঙ্গলবার ১২টা ৪৫ নাগাদ কলকাতা এসে পৌঁছানোর কথা ৷ তারপরে এই কলকাতা থেকে আটকে থাকা যাত্রীরা কাতারের উদ্দেশ্যে রওনা দিতে পারবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Qatar Airways: কাতার থেকে ফ্লাইট আসতে দেরি, কলকাতা বিমানবন্দরে রাত থেকেই আটকে যাত্রীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement