TMC: লোকসভার পরে রাজ্যের ১১ বিধানসভা আসনের উপনির্বাচনে সবকটিতে জয় তৃণমূলের, বেড়েছে ব্যবধান, পিছিয়ে থাকা আসনেও জয়

Last Updated:

লোকসভা ভোটের পরে রাজ্যে ১১ বিধানসভা আসনে উপনির্বাচন। এর সবকটিতেই জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস। পরিসংখ্যান বলছে এর মধ্যে চার আসনে লোকসভায় এগিয়ে ছিল বিজেপি। উপনির্বাচনে এই চার আসনেই ব্যবধান বাড়িয়ে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। বাকি সাত আসনেও ভোট বেড়েছে উল্লেখযোগ্য ভাবে।

বেড়েছে ব্যবধান, পিছিয়ে থাকা আসনেও জয়
বেড়েছে ব্যবধান, পিছিয়ে থাকা আসনেও জয়
আবীর ঘোষাল, কলকাতা: লোকসভা ভোটের পরে রাজ্যে মোট ১১ বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে। এর সবকটিতেই জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস। পরিসংখ্যান বলছে এর মধ্যে চার আসনে লোকসভায় এগিয়ে ছিল বিজেপি। উপনির্বাচনে এই চার আসনেই ব্যবধান বাড়িয়ে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। বাকি সাত আসনেও ভোট বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই বিধানসভার প্রস্তুতিতে আত্মবিশ্বাসী শাসক দল। ধর্ম, বর্ণ, জাতি নয়, রাজ্যের উন্নয়ন আর কেন্দ্রের বঞ্চনা এই দুই ইস্যুকে সামনে রেখেই জোরদার প্রচার চালানোর সিদ্ধান্ত।
লোকসভা ভোটের প্রেক্ষিতে রায়গঞ্জ বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি ৪৬,৭৩৯ ভোটে। যদিও উপনির্বাচনে তৃণমূলের ব্যবধান হয় ৫০,০৭৭ ভোটের। রানাঘাট দক্ষিণে লোকসভায় বিজেপি এগিয়েছিল ৩৬,৯৩৬ ভোটে। উপনির্বাচনে তৃণমূলের জেতার ব্যবধান বেড়ে দাঁড়িয়ে যায় ৩৯,০৪৮ ভোট। বাগদায় লোকসভায় বিজেপি জিতেছিল ২০,৬১৪ ভোটে। উপনির্বাচনে তৃণমূলের জেতার ব্যবধান বেড়ে দাঁড়িয়ে যায় ৩৩,৪৫৫ ভোট। মাদারিহাট আসন লোকসভায় বিজেপির জয়ের ব্যবধান ছিল ১১,০৬৩ ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ২৮,১৬৮ ভোটের।
advertisement
advertisement
প্রসঙ্গত ২০২৪ সালের লোকসভা ভোটে এই চার বিধানসভায় জয় পায় বিজেপি। এমনকী, চার লোকসভা আসনও তারা জয় পায়। মাণিকতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ৩৫৭৫ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৬২৩১২ ভোটে। সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ২৮৩৭৭ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ১৩০৬৩৬ ভোটে। নৈহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ১৫৫১৮ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৪৯,২৭৭ ভোটে।
advertisement
হাড়োয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ১১০৯৯১ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ১৩১৩৮৮ ভোটে। মেদিনীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ২১৭০ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৩৩,৯৬৬ ভোটে। তালডাংরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ৮৪৮৩ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৩৪,০৮২ ভোটে।কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ৩০,৮৬৩ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৫০, ০৪৯ ভোটে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: লোকসভার পরে রাজ্যের ১১ বিধানসভা আসনের উপনির্বাচনে সবকটিতে জয় তৃণমূলের, বেড়েছে ব্যবধান, পিছিয়ে থাকা আসনেও জয়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement