Swapan Chakrabarty passed away: প্রয়াত অধ্যাপক স্বপন চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

Swapan Chakrabarty passed away: প্রয়াত শিক্ষাবিদ তথা অধ্যাপক স্বপন চক্রবর্তী। অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত অধ্যাপক স্বপন চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত অধ্যাপক স্বপন চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
#কলকাতা: প্রয়াত শিক্ষাবিদ তথা অধ্যাপক স্বপন চক্রবর্তী (Swapan Chakrabarty passed away)। এই বছরই করোনায় (Corona) আক্রান্ত হয়েছিলেন তিনি। তার পর থেকেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
মমতা শোক বার্তায় লিখেছেন, "স্বপন চক্রবর্তীর মৃত্যুতে শিক্ষা জগতে অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার ও পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।" বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন স্বপন চক্রবর্তী (Swapan Chakrabarty)। চলতি বছরে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়। শনিবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। বিকেল ৪.৫২ মিনিটে তাঁর মৃত্যু হয় তাঁর। করোনা পরবর্তী (Post Covid problem) সমস্যার জন্যই তাঁর মৃত্যু বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
স্বপন চক্রবর্তী (Swapan Chakrabarty) ন্যাশনাল লাইব্রেরির ডিরেক্টর জেনারেল ছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পাদক ও কিউরেটর পদেও কাজ করেছেন। বহুদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন স্বপন চক্রবর্তী। সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এর চেয়ারপার্সন পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। তাঁর জ্ঞানে সমৃদ্ধ হয়েছেন বহু পড়ুয়া থেকে গবেষক। তাই শোকের ছায়া নেমে এসেছে অ্যাকাডেমিক মহলে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Swapan Chakrabarty passed away: প্রয়াত অধ্যাপক স্বপন চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement