Bangla news | Nabanna: অবিলম্বে ইলেকট্রিকের পোস্ট ঢাকা দিতে হবে দুর্যোগের আগে! বিদ্যুৎ দফতরকে জরুরি ভিত্তিতে নির্দেশ মুখ্যসচিবের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bangla news | Nabanna: খড়দহ ও দমদমের ঘটনার জেরে মুখ্যসচিবের এই নির্দেশ বলেই মনে করা হচ্ছে।
#কলকাতা: সব ইলেকট্রিক এর পোস্ট যেন ঢাকা থাকে। দুর্যোগ বা বৃষ্টির সময়ে কোনও ইলেকট্রিকের পোস্ট থেকে যাতে কোনও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে। সিইএসসি (CESC) ও রাজ্য বিদ্যুৎ দফতরকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব। শনিবার দুর্যোগ পরিস্থিতি নিয়ে জেলাশাসক পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে সিইএসসির আধিকারিকরা উপস্থিত ছিলেন বলেই নবান্ন (Nabanna) সূত্রে খবর। দুর্যোগ বা বৃষ্টির সময়ে যেখানে যেখানে ইলেকট্রিকের তার বেরিয়ে থাকবে সেগুলি কেটে ফেলতে হবে এমনটাও নির্দেশ দেন মুখ্য সচিব।
পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারদের ইলেকট্রিকের পোস্ট থেকে যাতে কোনও তার বেরিয়ে না থাকে সেই বিষয়ে সতর্ক থাকারও আবেদন জানান। শুধু তাই নয়। এর জন্য প্রয়োজনীয় প্রচার কর্মসূচী ও চালানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিশ সুপারদের বলেই নবান্ন সূত্রে খবর।
ইতিমধ্যেই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য ৫ অক্টোবর পর্যন্ত সব সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন ও মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে নির্বাচন রয়েছে। বৃষ্টি হলেও যাতে সিআরসি সেন্টার থেকে বুথ কর্মীদের ট্যাগিংয়ের যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে এই নির্দেশ দেন মুখ্য সচিব। পাশাপাশি নির্বাচনী এলাকাগুলিতে যাতে জল জমলেও তা দ্রুত বের করা যায় সেই বিষয়ে পৌরসভাগুলিকেও সতর্ক করেন মুখ্যসচিব। এমনই খবর নবান্ন (Nabanna) সূত্রে।
advertisement
advertisement
আরও পড়ুন- রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন! জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি মুখ্যসচিবের
নবান্ন (Nabanna) সূত্রে খবর, এই দিনের বৈঠকে কলকাতা পৌরসভাকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয়েছে। কলকাতাতে এনডিআরএফের একটি দল থাকবে ইতিমধ্যেই তা জানানো হয়েছে বলেই সূত্রের খবর। শুধু তাই নয় সিভিল ডিফেন্স কেও এই দিনের বৈঠকে বলা হয়েছে গাছ কাটার জন্য যাচে প্রয়োজনীয় যন্ত্রপাতি-সহ যাবতীয় প্রস্তুতি রাখা হয়।
advertisement
অন্যদিকে দুর্যোগ মোকাবিলার জন্য যেখানে যেখানে উদ্ধারকার্যে দরকার পড়বে সেখানে উদ্ধারকার্য করতে হবে বলেও দক্ষিণ বঙ্গের জেলাশাসকদের এ দিনের বৈঠকে বলেন মুখ্য সচিব। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর সব দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশও দিয়েছেন মুখ্য সচিব। পূর্ব,পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাকেও বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
advertisement
এখনও দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে ১০০ জনেরও বেশি মৎস্যজীবীদের দল সমুদ্রে রয়েছেন। তাঁরা যত দ্রুত ফিরে আসে, সেই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যসচিব। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন দফতরের আধিকারিকরাও। মুখ্য সচিব নির্দেশ দেন, যাতে পৌরসভাগুলিকে সতর্ক করা হয়, জল জমার সঙ্গে সঙ্গে যাতে তা বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2021 8:11 PM IST