Suicide Attempt on Vidyasagar Setu: বিয়েতে না হবু শ্বশুরের, গঙ্গায় ঝাঁপ দিতে বিদ্যাসাগর সেতুতে যুবক, টানটান নাটক

Last Updated:

মানসিক ভাবে বিধ্বস্ত যুবককে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসেন পুলিশকর্মীরা৷ এর পর তাঁর পরিবারের সদস্যদের হাতে তেইশ বছর বয়সি ওই যুবককে তুলে দেওয়া হয় (Suicide Attempt on Vidyasagar Setu)৷

বিদ্যাসাগর সেতুতে টানটান নাটক৷
বিদ্যাসাগর সেতুতে টানটান নাটক৷
#কলকাতা: রাত তখন পৌনে দশটা৷ বিদ্যাসাগর সেতুর (Suicide Attempt) কাছে কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে হন্তদন্ত হয়ে এসে পৌঁছলেন এক প্রৌঢ়৷ পুলিশকে তিনি জানান, বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে ২৩ বছর বয়সি ছেলে (Suicide Attempt on Vidyasagar Setu)৷
প্রৌঢ়ের থেকে এই খবর পেয়েই আর দেরি করেননি হেস্টিংস থানার এএসআই চাঁদ সাহা৷ কনস্টেবল গৌরী শঙ্কর রাউথ এবং সিভিক ভলেন্টিয়ার শুভ বসুকে সঙ্গে নিয়ে বিদ্যাসাগর সেতুর উপরে দ্রুত তল্লাশি শুরু করেন তিনি৷ সেতুর মাঝামাঝি জায়গায় আসতেই ওই যুবককে দেখতে পান পুলিশকর্মীরা৷ সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিতেই যাচ্ছিলেন তিনি৷ শেষ মুহূর্তে তাঁকে নিরস্ত করেন তিন পুলিশকর্মী৷
advertisement
advertisement
মানসিক ভাবে বিধ্বস্ত যুবককে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসেন পুলিশকর্মীরা৷ এর পর তাঁর পরিবারের সদস্যদের হাতে তেইশ বছর বয়সি ওই যুবককে তুলে দেওয়া হয়৷
কিন্তু কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন ওই যুবক? হাওড়ার রাজ বল্লভ সাহা লেনের বাসিন্দা ওই যুবকের পরিবার পুলিশকে জানায়, অসমের বাসিন্দা এক যুবতীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল৷ দুই পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়৷ কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেন পাত্রীর বাবা৷ ফলে ভেঙে যায় বিয়ে৷ আর সেই হতাশা থেকেই বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করতে গিয়েছিলেন তিনি৷
advertisement
শেষ পর্যন্ত যুবকের বাবার উপস্থিত বুদ্ধি এবং পুলিশের তৎপরতায় সময় মতো উদ্ধার করা সম্ভব হল তাঁকে৷
Amit Sarkar
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suicide Attempt on Vidyasagar Setu: বিয়েতে না হবু শ্বশুরের, গঙ্গায় ঝাঁপ দিতে বিদ্যাসাগর সেতুতে যুবক, টানটান নাটক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement