#কলকাতা: রাত তখন পৌনে দশটা৷ বিদ্যাসাগর সেতুর (Suicide Attempt) কাছে কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে হন্তদন্ত হয়ে এসে পৌঁছলেন এক প্রৌঢ়৷ পুলিশকে তিনি জানান, বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে ২৩ বছর বয়সি ছেলে (Suicide Attempt on Vidyasagar Setu)৷
প্রৌঢ়ের থেকে এই খবর পেয়েই আর দেরি করেননি হেস্টিংস থানার এএসআই চাঁদ সাহা৷ কনস্টেবল গৌরী শঙ্কর রাউথ এবং সিভিক ভলেন্টিয়ার শুভ বসুকে সঙ্গে নিয়ে বিদ্যাসাগর সেতুর উপরে দ্রুত তল্লাশি শুরু করেন তিনি৷ সেতুর মাঝামাঝি জায়গায় আসতেই ওই যুবককে দেখতে পান পুলিশকর্মীরা৷ সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিতেই যাচ্ছিলেন তিনি৷ শেষ মুহূর্তে তাঁকে নিরস্ত করেন তিন পুলিশকর্মী৷
আরও পড়ুন: পুলিশের ভুলে ৩ মাস জেলবন্দি নির্দোষ! এসপি-কে তদন্তের নির্দেশ ক্ষুব্ধ হাই কোর্টের
মানসিক ভাবে বিধ্বস্ত যুবককে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসেন পুলিশকর্মীরা৷ এর পর তাঁর পরিবারের সদস্যদের হাতে তেইশ বছর বয়সি ওই যুবককে তুলে দেওয়া হয়৷
কিন্তু কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন ওই যুবক? হাওড়ার রাজ বল্লভ সাহা লেনের বাসিন্দা ওই যুবকের পরিবার পুলিশকে জানায়, অসমের বাসিন্দা এক যুবতীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল৷ দুই পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়৷ কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেন পাত্রীর বাবা৷ ফলে ভেঙে যায় বিয়ে৷ আর সেই হতাশা থেকেই বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করতে গিয়েছিলেন তিনি৷
শেষ পর্যন্ত যুবকের বাবার উপস্থিত বুদ্ধি এবং পুলিশের তৎপরতায় সময় মতো উদ্ধার করা সম্ভব হল তাঁকে৷
Amit Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।