Exclusive: Calcutta High Court: পুলিশের ভুলে ৩ মাস জেলবন্দি নির্দোষ! এসপি-কে তদন্তের নির্দেশ ক্ষুব্ধ হাই কোর্টের

Last Updated:

Calcutta High Court: ঘটনার সঙ্গে জড়িত না থেকেও কেন চার্জশিটে নাম রইল পিন্টু মালির তা ওই রিপোর্টে উল্লেখ থাকতে হবে।

কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?
কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?
#কলকাতা: শুধুমাত্র পুলিশের ভুলে নির্দোষের ৩ মাস জেল। ঘটনায় বিস্মিত বিচারপতি দেবাংশু বসাক। হাইকোর্টে ভুল স্বীকার তদন্তকারী অফিসারের। স্তম্ভিত বিচারপতি দেবাংশু বসাক। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে নির্দেশ ওই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে শুরু করতে হবে বিভাগীয় তদন্ত। কী  ব্যবস্থা গ্রহণ করা হল, সে বিষয়ে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টকে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত না থেকেও কেন চার্জশিটে নাম রইল পিন্টু মালির তা ওই রিপোর্টে উল্লেখ থাকতে হবে।
চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত অভিমুখে যাবার সময় ফেনসিডিলসহ গ্রেফতার হয় শামীম হোসেন। ঘটনার তদন্তে নেমে ৭ জানুয়ারি পাতিরাম থানার পুলিশ পিন্টু মালিকের বাড়িতে চড়াও হয়। অভিযোগ সে ফেনসিডিল পাচার এর সঙ্গে যুক্ত। ওইদিনই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চার্জশিট পেশ করে। চার্জশিটে পিন্টু মালিকে অভিযুক্ত দেখানো হয়। পিন্টু কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানায়। হাইকোর্টের নির্দেশে সোমবার আদালতে হাজির হন তদন্তকারী অফিসার অসীম কুমার ঘোষ।
advertisement
বিচারপতি দেবাংশু বসাক জানতে চান শামীম'এর বয়ানে বা সাক্ষীদের বয়ানেও পিন্টু মালির নামের উল্লেখ নেই। তাহলে কেন তাঁকে গ্রেফতার করা হল। কেন চার্জশিটে তাঁর নাম এল? সরকারি আইনজীবী সঞ্জয় বর্ধন আদালতের কাছে স্বীকার করেন এটা সম্পূর্ণভাবে তদন্তকারী অফিসারদের গাফিলতি। বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য, একজন তদন্তকারী অফিসারের ভুলের জন্য এক নির্দোষকে ৩ মাস জেল খাটতে হবে!তদন্তকারী অফিসারকে বিচারপতির প্রশ্ন, ৩ মাস আগে ফেনসিডিল উদ্ধারের সময় অভিযুক্ত শামীমের পোশাক কী ছিল? তদন্তকারী অফিসার অসীম কুমার ঘোষ আদালতকে জানান, পরনে ট্রাউজার আর গেঞ্জি ছিল যার রং ছিল কালো-সাদা। বিচারপতি বসাকের ধমক তদন্তকারী অফিসারকে, ৩ মাস আগে কী রঙের জামা পড়েছিল অভিযুক্ত, সেটা মনে রাখতে পারলেন আর পিন্টু মালির নাম লেখার সময় আপনার ভুল হয়ে গেল! এটা কী করে সম্ভব। বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য এমন তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি আবেদনকারীর ক্ষতিপূরণ তদন্তকারী অফিসারের পকেট থেকে নেওয়া উচিত।
advertisement
advertisement
আবেদনকারীর আইনজীবীর উদ্দেশ্যে আদালতের মন্তব্য, ''আপনি খবর নিন পিন্টু মালির সঙ্গে পুলিশের নিশ্চয়ই কোন আর্থিক লেনদেন রয়েছে। যেটা সহমত না হওয়ায় তার নাম জড়িয়ে দিয়েছে। মামলার মেরিটের বাইরে আপনি খবর নিয়ে পরবর্তী শুনানির দিন আদালতকে জানান, আবেদনকারীর সঙ্গে পুলিশের কোন অন্তর্নিহিত টাকার লেনদেন ছিল কিনা।''
advertisement
আদালতের নির্দেশে পিন্টু মালি অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার ৮ এপ্রিলের মধ্যে চার্জশিট ও তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করবেন। ওই রিপোর্ট দেখেই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: Calcutta High Court: পুলিশের ভুলে ৩ মাস জেলবন্দি নির্দোষ! এসপি-কে তদন্তের নির্দেশ ক্ষুব্ধ হাই কোর্টের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement