Police Day: পুলিশ দিবসে ১০০০ মুখে ফুটল হাসি! এক অদ্ভুত কাজ করে দেখাল বিধাননগর কমিশনারেট
- Published by:Satabdi Adhikary
- Reported by:Sudipta Sen
Last Updated:
হারানো ফোন হাতে পেয়ে খুশি তাঁরা৷ পুলিশের এই অপরাশেনের ফলে ১০০০ টি ফোন উদ্ধার হয়েছে যেমন তেমনই ১০০০ জনের মুখের হাসিতেই আলো হয়ে থাকল আজকের পুলিশ দিবসের দিন। এই অপারেশনে যে সমস্ত পুলিশ অফিসার থেকে কর্মীরা অংশগ্রহণ করেছিলেন তাঁরাও বেশ খুশি। তাঁরা বলছেন এই অপারেশন জারি থাকবে।
কলকাতা: ১ সেপ্টেম্বর পুলিশ দিবস। কোথায় রক্তদান শিবির, কোথাও পুরস্কার বিতরণ আবার কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান। এভাবেই জেলা জেলায় হল পুলিশ দিবস। এরমাঝে আলাদা একটি উদ্যাগ নিয়ে নজর কাড়ল বিধাননগর কমিশনারেট। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত সমস্ত থানা ও স্পেশাল অপরেশন গ্রুপের যৌথ উদ্যাগে মোট ১০০০ টি মোবাইল ফোন উদ্ধার করার কাজ চলে বিগত আগস্ট মাস থেকে। প্রায় ১ মাস ধরে এই কাজ যাঁরা করেছেন সেই সমস্ত পুলিশ কর্মীকে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে শুভেচ্ছা জানান হয়েছিল।
১ সেপ্টেম্বর পুলিশ দিবসের দিন উদ্ধার করা এই হাজারটি মোবাইল তুলে দেওয়া হল মালিকদের হাতে। এ এক অভিনব উদ্যােগ তা বলায় বাহুল্য। এই মোবাইলগুলির মধ্যে ছিল প্রায় ১৭ টি আইফোন। বাগুইআটি থানাতে সবচেয়ে বেশি ফোন উদ্বার হয়েছে৷ ১৬৬ টি ফোন উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ। এরপরেও এসওজি সেল ডিএনডি ১৫৯ টি ও ইকোপার্ক থানা ১২৪ টি ফোন উদ্ধার করেছে। এই সব মোবাইল বিক্রী হয়েগিয়েছিল চোরা মার্কেটে। উদ্ধার করতে হয়েছে বিশেষ অপারেশনের মাধ্যমে। উদ্ধার হওয়া ফোনগুলি পুলিশ দিবসের দিন হাতে পিয়ে গিয়েছেন ফোনের আসল মালিকেরা।
advertisement
advertisement
হারানো ফোন হাতে পেয়ে খুশি তাঁরা৷ পুলিশের এই অপরাশেনের ফলে ১০০০ টি ফোন উদ্ধার হয়েছে যেমন তেমনই ১০০০ জনের মুখের হাসিতেই আলো হয়ে থাকল আজকের পুলিশ দিবসের দিন। এই অপারেশনে যে সমস্ত পুলিশ অফিসার থেকে কর্মীরা অংশগ্রহণ করেছিলেন তাঁরাও বেশ খুশি। তাঁরা বলছেন এই অপারেশন জারি থাকবে।
advertisement
টেকনোলজি উন্নত হয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপকর্মও। বেড়েছে সাইবার ক্রাইম। অপরাধীরা পাতায় পাতায় চললে ডালে ডালে চলছে পুলিশও। তবে সাইবার ক্রাইমে থামান যাচ্ছে না। তবে চুরি যাওয়া ফোনের হদিশ করতে পেরে বিধাননগর কমিশনারেট একটা আলদা মাত্রা পেল। নাগরিকদের ভরসার জায়গা পেল বিধাননগর কমিশনারেট তা বলায় যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 01, 2025 10:37 PM IST