Kunal Ghosh on Anirban Bhattacharya: বিষয় রাজনীতির তিন ‘ঘোষ’...হুল ফোটাল 'হুলি গান ইজম'! গান তো ভাইরাল, কী বলছেন কুণাল?
- Published by:Satabdi Adhikary
- Reported by:Sudipta Sen
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কনসার্টে যে গান শোনা যাচ্ছে, তার লিরিক্স অনেকটা এই রকম, ‘‘ইলেকশনের মেজাজ বুঝে দলটা বড় করি’’, কিংবা ‘‘এটা শুনলে রেগে যাবে কুণাল ঘোষ’’। আবার ‘‘গয়না দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা’’ উল্লেখ করে ‘রোমান্টিক’ দিলীপ ঘোষের কথাও উঠে এসেছে এই গানে।
কলকাতা: ‘‘বুকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি’’- এই গান যাদের অর্থাৎ‘ হুলি গান ইজমে’র মেগা কনসার্টে গাওয়া আরও একটি গান ফেসবুকে চর্চিত রাজনৈতিক পরিসরে। এই গান মোদি থেকে দিলীপ ঘোষ হয়ে কুণাল ঘোষের নাম বেয়ে শতরূপ ঘোষ হয়ে অর্থাৎ দেশ থেকে বাংলাতে এসে মিশে ঘোষিত হচ্ছে, চর্চিত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতিকে তির্যক করে তুলে ধরে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কনসার্টে যে গান শোনা যাচ্ছে, তার লিরিক্স অনেকটা এই রকম, ‘‘ইলেকশনের মেজাজ বুঝে দলটা বড় করি’’, কিংবা ‘‘এটা শুনলে রেগে যাবে কুণাল ঘোষ’’। আবার ‘‘গয়না দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা’’ উল্লেখ করে ‘রোমান্টিক’ দিলীপ ঘোষের কথাও উঠে এসেছে এই গানে।
এখানেই থেমে থামে না, একদা ‘বাবার টাকায় গাড়ি কেনা শতরূপ ঘোষ’ বলে যে চর্চা চলেছিল সেকথা উল্লেখ করে মাথার টুপি লাইট জ্বালিয়ে স্টেজের ওপর থেকে গাইতে গাইতে এক গায়ক বললেন ‘টিভি চ্যানেল, পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি তাই কিনেছেন গাড়ি। দামটা বেশি খুব, ফেসবুকেরই রাজা মোদের দাদা শতরূপ’।
advertisement
advertisement
শুধু তাই নয় মোদির মেনশন নিয়ে টেনশনের কথাও উল্লেখ ছিল গানে৷ এরপরে আলো পড়ল কুণাল ঘোষের দিকে। গানের মধ্যে থেকে নিজের অংশটুকু তুলে ধরে কুণাল ঘোষ তাঁর ফেসবুকে লিখলেন, ‘অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নতুন ব্যান্ড ‘হুলি-গান-ইজম’ এর গানের অংশ। আমার মজা লেগেছে, ভাল লেগেছে। গানের ধরন, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক? তাতে কী!! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভাল থেকো অনির্বাণ’।
advertisement
তবে বাকি দুই নেতা কিছু প্রতিক্রিয়া জানানি এর মধ্যে। যদিও দুই ঘোষের কথা নিজে বললেও তৃতীয় ঘোষের কথা নিজের মুখে উল্লেখ করেননি অনির্বাণ ভট্টাচার্য। শতরূপকে গানে বিঁধলেন (বাঁধলেন পড়ুন,) হুলি গান ইজমের অন্য আরেক গায়ক তথা অভিনেতা দেবরাজ ভট্টাচার্য। এই গান যাঁরা শুনেছেন, কুণালের ঘোষের মন্তব্য যাঁরা পড়েছেন সেসব নেটাগরিকদের একাংশ বলছেন গানে গানে তির্যক হলেও কুণালের প্রশংসা কুড়লেন অনির্বাণ। চুপ থাকলেন বাকি দুই ঘোষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 01, 2025 10:20 PM IST