Paresh Adhikari: পদাতিক এলো, এলেন না পরেশ! ট্রেনে উঠেও মেয়েকে নিয়ে কোথায় গেলেন মন্ত্রী?

Last Updated:

মঙ্গলবার কোচবিহারের মেখলিগঞ্জে ছিলেন পরেশ অধিকারী৷ আদালতের নির্দেশ শুনে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেসে ওঠেন পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা৷

মঙ্গলবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশনে পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা৷
মঙ্গলবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশনে পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা৷
#কলকাতা: মঙ্গলবার রাতেই উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশ্যে মেয়েকে নিয়ে রওনা দিয়েছিলেন মন্ত্রী পরেশ অধিকারী৷ কিন্তু সকালে শিয়ালদহ স্টেশনে পদাতিক এক্সপ্রেস পৌঁছলেও সেই ট্রেনে ছিলেন না পরেশ অধিকারী বা তাঁর মেয়ে অঙ্কিতা৷ ট্রেনে থাকা এক রেলকর্মীর দাবি, শিয়ালদহে না এসে সম্ভবত বর্ধমানের কাছাকাছি কোথাও নেমে গিয়েছেন মন্ত্রী এবং তাঁর মেয়ে৷
এসএসসি নিয়োগে দু্র্নীতি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে৷ তাঁর মেয়েকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে িদতে তিনি প্রভাব খাটিয়েছেন, এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে মঙ্গলবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ অভিযোগের সত্যতা প্রমাণ হলেই সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেও জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ মঙ্গলবার রাতেই মন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷
advertisement
advertisement
কিন্তু মঙ্গলবার কোচবিহারের মেখলিগঞ্জে ছিলেন পরেশ অধিকারী৷ আদালতের নির্দেশ শুনে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেসে ওঠেন পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা৷ ট্রেনের এইচ -১ কামরার সি কেবিনে ছিলেন তাঁরা৷
advertisement
কিন্তু সকালে পদাতিক এক্সপ্রেস কলকাতায় পৌঁছলেও ট্রেন থেকে নামেননি পরেশ অধিকারী বা তাঁর মেয়ে৷ ট্রেনে থাকা এক রেলকর্মী দাবি করেন, মন্ত্রী আসছেন বলে তাঁদের কাছে খবর ছিল৷ সেই মতো ভোরবেলা মন্ত্রীর কিছু প্রয়োজন কি না, তা জানতে এইচ-১ কামরার সি কেবিনে যান তিনি৷ কিন্তু সেখানে ছিলেন না মন্ত্রী বা তাঁর মেয়ে৷ ওই রেলকর্মীরা জানান, অন্যান্য কয়েকজন যাত্রী জানান, ট্রেন বর্ধমানে ঢোকার আগেই নিজেদের মালপত্র নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে৷ ফলে, সম্ভবত তাঁরা বর্ধমানে নেমে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে৷ কলকাতায় সংবাদমাধ্যমকে এড়াতেই পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে বর্ধমানে নেমে গেলেন কি না, সেই প্রশ্নও উঠছে৷
advertisement
মঙ্গলবার ট্রেনে ওঠার আগে পরেশ অধিকারী জানিয়েছিলেন, কলকাতায় পৌঁছে আইনজীবীদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি৷ শেষ পর্যন্ত আজ মন্ত্রী সিবিআই-এর সামনে হাজিরা দেন কি না, সেদিকেই এখন নজর সবার৷
সহ প্রতিবেদন- শান্তনু কর
বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Adhikari: পদাতিক এলো, এলেন না পরেশ! ট্রেনে উঠেও মেয়েকে নিয়ে কোথায় গেলেন মন্ত্রী?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement