Paresh Adhikari: মেয়েকে শিক্ষিকা করতে প্রভাব খাটিয়েছেন? আজই সিবিআই দফতরে যেতে হবে মন্ত্রী পরেশ অধিকারীকে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন আদালতে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষিকা হিসেবে নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠে৷
#কলকাতা: আজই সিবিআই-এর সামনে হাজিরা িদতে হবে স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে৷ এসএসসি নিয়োেগ বেনিয়ম সংক্রান্ত মামলাতেই এই নির্দেশ দিেয়ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
এ দিন আদালতে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষিকা হিসেবে নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠে৷ একাদশ- দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় মন্ত্রীর মেয়ের নিয়োগে বেনিয়মের অভিযোগ আসে আদালতের সামনে৷ অঙ্কিতা অধিকারী এসএসসি-র মৌখিক পরীক্ষায় না বসেই চাকরি পেয়েছেন বলে মামলাকারীর অভিযোগ৷ মামলাকারী যেখানে লিখিত পরীক্ষায় ৭৭ নম্বর পেয়েছেন, সেখানে মন্ত্রীর মেয়ে ৬১ নম্বর পেয়েই চাকরি পেয়েছেন বলে অভিযোগ৷
advertisement
এই ঘটনায় এ দিনই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, অনুসন্ধান শেষে প্রয়োজনে পূর্ণাঙ্গ তদন্ত করবে সিবিআই৷
advertisement
পাশাপাশি পর্যবেক্ষণে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানান, মেয়ের নিয়োগে প্রভাব খাটিয়েছেন তা প্রমাণিত হলে পরেশ অধিকারীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ পরেশ অধিকারীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হলে তাঁকে যাতে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, সেই সুপারিশ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হবে বলে নির্দেশনামায় উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement
বাম আমলের খাদ্য মন্ত্রী পরেশ অধিকারী রাজ্যে পরিবর্তনের পর তৃণমূলে যোগ দেন৷ বর্তমানে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2022 4:59 PM IST