এ রাজ্যেও নিপার থাবা ? কেরল থেকে ফিরে ফের বেলেঘাটায় ভর্তি আরও ১

Last Updated:

কেরল থেকে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন ৷ তারপর থেকে বেশ কয়েকদিন ধরেই জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা ৷ ওষুধ খেয়েও নামছে না শরীরের তাপমাত্রা ৷ তাহলে কী নিপার ছোবল ? আতঙ্কিত মূর্শিদাবাদের যুবক রাজেশ শেখের পরিবার ৷

#কলকাতা: কেরল থেকে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন ৷ তারপর থেকে বেশ কয়েকদিন ধরেই জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা ৷ ওষুধ খেয়েও নামছে না শরীরের তাপমাত্রা ৷ তাহলে কী নিপার ছোবল ? আতঙ্কিত মূর্শিদাবাদের যুবক রাজেশ শেখের পরিবার ৷ জ্বর, মাথা ব্যাথা নিয়ে রাজেশ এখন ভর্তি বেলেঘাটা আইডিতে ৷
তাহলে কী সত্যিই রাজেশ নিপায় আক্রান্ত ৷ সঠিক করে বলতে পারছেন না কেউই ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, রাজেশের রক্ত পরীক্ষা হওয়ার পরেই এ সম্বন্ধে পরিষ্কার তথ্য পাওয়া যাবে ৷
advertisement
ইতিমধ্যেই কেরলে নিপা ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে ১৩ জনের ৷ প্রথমে অনুমান করা হয়েছিল, বাঁদুড় আর শুয়োর থেকেই ছড়িয়েছে নতুন এই মারণ ভাইরাস ৷ কিন্তু পরে বলা হয়, নিপার বাহক অন্য কোনও পশুও হতে পারে ৷ ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে কেরলের চার জেলায় ৷ নিষিদ্ধ হয়েছে পর্যটনও ৷ কিন্তু এখনও এই রোগের সঠিক উৎস খুঁজে পাওয়া যায়নি ৷
advertisement
কিছুদিন আগে বেঙ্গালুরু থেকে ফিরে অজানা জ্বর নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছিলেন আরও এক যুবক ৷ মূর্শিদাবাদের বাসিন্দা সফিকুলের উপসর্গের সঙ্গে প্রায় মিলে গিয়েছে রাজেশের রোগের উপসর্গও ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
এ রাজ্যেও নিপার থাবা ? কেরল থেকে ফিরে ফের বেলেঘাটায় ভর্তি আরও ১
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement