Panchayat Election 2023: উত্তপ্ত ভাঙড়, মুড়িমুড়কির মতো বোমাবাজি! আরও বাহিনী পাঠানো হোক, নির্দেশ কমিশনের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Panchayat Election 2023: ভাঙড়ের ঘটনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের ফোন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে।
ভাঙড়: মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত ভাঙড়ের পরিস্থিতি। এদিন মনোনয় জমা দেওয়াকে ঘিরে তৃণমূল বনাম আইএসএফ সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয় ভাঙড়। পরিস্থিতি সামলাতে নামানো হয় বিরাট পুলিশ বাহিনী। কিন্তু তারপরেও অশান্তির আঁচ দেখা যায়। তৃণমূল এবং আইএসএফ, দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।
এদিন সকাল থেকেই ভাঙড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। মুড়িমুড়কির মতো বোমাবাজির অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট এবং পাথরও ছোঁড়া হয়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। অভিষেকের নবোজোয়ার যাত্রার আগেই উত্তপ্ত হয়ে যায় ভাঙড়ের পরিস্থিতি।
advertisement
অন্যদিকে, ভাঙড়ের ঘটনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের ফোন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক কে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ। পাশাপাশি আরও ফোর্স বাড়ানোর নির্দেশ। জানা গিয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যাচ্ছেন ভাঙড়ে। উপদ্রুত এলাকায় পুলিশকে দ্রুত রুট মার্চ করার নির্দেশ কমিশনের।
advertisement
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন সংক্রান্ত কমিশনের কাছে যদি কোনও অভিযোগ আসে, তাহলে সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যাতে মনোনয়ন জমা দিতে পারেন তার ব্যবস্থা করতে হবে। যদি কেউ মনোনয়ন জমা দিতে না পারেন, তাঁকে পুলিশে নিরাপত্তা দিয়ে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ কমিশনের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 2:10 PM IST