Panchayat Election 2023: বাংলায় ফের পঞ্চায়েত ভোট? বিজেপির অভিযোগ ঘিরে জল্পনা তুঙ্গে! ভোট-ভাগ্য এখন হাইকোর্টে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট 'বেআইনি', ফের ভোট চেয়ে মামলা বিজেপির। গোটা জেলায় পুনর্নির্বাচনের দাবি।
কলকাতা: পুরুলিয়ায় পঞ্চায়েত ভোট ‘বেআইনি’, ফের ভোট চেয়ে মামলা বিজেপির। পুরুলিয়া জেলায় পুনরায় নির্বাচন চেয়ে করা জনস্বার্থ মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পুরো জেলায় ফের নির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
ব্যালট বাক্স বদল-সহ একগুচ্ছ অভিযোগ তুলে এই মামলা করা হয়েছে। অস্বচ্ছ নির্বাচনের দায়বদ্ধদের খুঁজতেই তদন্ত চেয়ে আবেদন করেছেন বিজেপি সাংসদ। নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার আবেদন করা হয়েছে। ২০ জুলাই ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার। সাংসদের আইনজীবী ব্রজেশ ঝা জানান, পুরো জেলাতে নতুন করে পঞ্চায়েত ভোট করার আবেদন করা হয়েছে আদালতের কাছে। একাধিক ব্লকে আনসিলড ব্যালট বাক্স গণনা হয়েছে। কাউন্টিং হলে কারচুপি হয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের আবেদনে মামলা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভারতের ধনী রাজ্য কোনটি জানেন? পশ্চিমবঙ্গের অবস্থান জানলে চমকে যাবেন!
সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন, পরে পুনর্নির্বাচনের পর ফের একবার ভোটের দাবিতে হাইকোর্টে মামলা বিজেপি সাংসদের। ফলে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক ময়দানে শোরগোল পড়েছে। ভোটের পর বিক্ষিপ্ত ভাবে রাজ্যের কিছু অংশে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা। কিন্তু এভাবে গোটা একটা জেলার পুনর্নির্বাচনের দাবি জানানোর ঘটনা এই প্রথম।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের প্রচারে বামেরা এবার এমন কাণ্ড ঘটাল, দেখলে ভিরমি খাবেন! মুহূর্তে ভাইরাল
ভোটের দিনই সরব হয়েছিলেন বিজেপি সাংসদ। পুরুলিয়া জেলাজুড়ে ভোট প্রক্রিয়া চললেও সেই ভাবে দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। তাই কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ঝালদা থানার পুস্তি হাই স্কুলের ১০৩ নম্বর বুথে ভোট দেন তিনি এবং তারপরেই কেন্দ্রীয় বাহিনী অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
advertisement
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 2:17 PM IST