এগুলি কখনও উপহার দিতে বা নিতে নেই!

আমরা সাধারণত নানা জিনিস উপহার হিসেবে দিয়ে থাকি

বাস্তুমতে উপহারের খুব বেশি প্রভাব পড়ে আমাদের জীবনের উপর

পরিবারের মঙ্গলের জন্য অনেক কিছুই উপহার হিসাবে দেওয়া বা নেওয়া উচিত নয়

আমরা অজান্তেই এইগুলি দিয়ে বা নিয়ে ক্ষতি করে ফেলি

বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঠাকুরের মূর্তি বা ছবি কখনও কাউকে দেবেন না বা নেবেন না

ধারালো কোনও জিনিস কাউকে কখনও উপহার স্বরূপ দিতে নেই

রুমাল বা তোয়ালে ভুল করেও কাউকে দেবেন না বা নেবেন না

পেন বা বই কাউকে উপহার হিসেবে দিলে নিজের কাজের ক্ষতি হয়ে যেতে পারে

জল জাতীয় বা জলযুক্ত কোনও জিনিস কাউকে উপহার দিতে এবং নিতে নেই

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন