Indian Railways: ভারতীয় রেলের 'অপারেশন নারকোস', বিশাল পরিমাণে নেশার জিনিস উদ্ধার, লক্ষ-লক্ষ টাকা জিনিস উদ্ধার
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debalina Datta
Last Updated:
Operation Narcos: মালদা থেকে উদ্ধার প্রায় ১১ লক্ষ টাকার মাদক
কলকাতা: ‘অপারেশন নারকোস’-র অধীনে আরপিএফ/পূর্ব রেলওয়ের বড় সাফল্য। পূর্ব রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) “অপারেশন নারকোস”-এর অধীনে মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযানে একটি বড় সাফল্য অর্জন করেছে, যা রেল চত্বরে যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করেছে।
মালদহ ডিভিশনের আরপিএফ কর্মীরা সিআইবি/মালদার সঙ্গে সমন্বয় করে মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ২১ কেজি গাঁজা (মারিজুয়ানা) উদ্ধার করে, যার আনুমানিক মূল্য প্রায় ১০.৫০ লক্ষ টাকা।
আরও পড়ুন – Mohammed Shami and SIR: এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন শামি! নাম নেই তালিকায়, এবার কী করবেন
advertisement
advertisement
অপারেশন নারকোস (Operation Narcos)
হলো ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) দ্বারা পরিচালিত একটি অভিযান, যার মূল লক্ষ্য রেলপথে মাদক পাচার রোধ করা এবং মাদকাসক্তি-সম্পর্কিত অপরাধ দমন করা। RPF এই অভিযানের মাধ্যমে নিয়মিত মাদক উদ্ধার করে, মাদক চোরাচালানকারীদের গ্রেপ্তার করে এবং মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি করে, যা ‘নারকোস’ নামে পরিচিত নেটফ্লিক্স সিরিজের মাদক ব্যবসার প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত কিন্তু RPF-এর নিজস্ব একটি গুরুত্বপূর্ণ অপারেশন
advertisement
উদ্ধারের পর, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ জিআরপিএস/মালদার কাছে হস্তান্তর করা হয়। তদনুসারে, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই সফল অভিযানটি রেল নেটওয়ার্কের মাধ্যমে মাদক পাচার রোধ এবং যাত্রীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে আরপিএফ-এর সতর্কতা, কার্যকর সমন্বয় এবং পেশাদারিত্বকে তুলে ধরে।
advertisement
এনডিপিএসের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য, রেলেরমাধ্যমে মাদক চোরাচালানের বিরুদ্ধে এক মাসব্যাপী প্যান ইন্ডিয়া অভিযান, জুন-2022 মাসে অপারেশন“NARCOS” কোড নামে চালু করা হয়েছিল। এই অপারেশনের অধীনে RPF ভারতীয় রেলের মাধ্যমে মাদকদ্রব্যের বাহক/পরিবহনকারীদের বিরুদ্ধে চমৎকারভাবে পারফর্ম করেছে।
RPF নিয়মিত ট্রেন ও রেল স্টেশনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (যেমন গাঁজা, হেরোইন, কোকেন) উদ্ধার করে ও পাচারকারীদের গ্রেফতার করে।
advertisement
সচেতনতা বৃদ্ধি: যাত্রীদের মধ্যে মাদক সেবনের কুফল এবং মাদক পাচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা হয়। গোয়েন্দা তথ্য সংগ্রহ: মাদক চোরাচালানের নেটওয়ার্ক ভাঙার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।
Abir Ghosal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 1:05 PM IST









