Coal Scam News: জেলে থেকেও সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ, কয়লা পাচার কাণ্ডের রত্নেশকে চেনেন?

Last Updated:

Coal Scam News: আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

কলকাতা: কয়লা পাচার মামলায সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ আনল সিবিআই৷ অভিযোগ আনা হয়েছে ধৃত রত্নেশ ভর্মার দিকে৷ সিবিআই-এর অভিযোগ জেলে বসেই সাক্ষীদের প্রভাবিত করছেন রত্নেশ ভর্মা৷ তাতেই তদন্তে প্রভাব পড়ছে বলেও দাবি৷ দাবি করা হয়েছে সাক্ষীদের ভয় দেখাচ্ছেন, প্রভাবিত করছেন রত্নেশ৷
আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই সূত্রে আরও খবর মিলেছে৷ পাঁচ-সাত জন সাক্ষীর বয়ান রেকর্ড করার সময় সাক্ষীরাই এই অভিযোহ সিবিআই-এর কাছে করেছেন৷ আধিকারিকরা সেই কারণেই রত্নেশের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন৷ রত্নেশ নিজে জেলে থাকলেও তাঁর সাঙ্গপাঙ্গরা রেয়েছে জেলের বাইরেই৷ সিবিআই সূত্রের খবর, তাঁদের মাধ্যমেই সাক্ষীদের ভয় দেখানোর মতো কাজ করা হচ্ছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য ছাড়বে এই বিশেষ ট্রেন, জানুন সময়সূচি
কয়লা পাচারের অন্যতম অভিযুক্ত রত্নেশ দীর্ঘ দু’বছর ধরে ফেরার ছিলেন৷ এর পর ৩১ জানুয়ারি তিনি আত্মসমর্পণ করেন৷ বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন৷ এই কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সঙ্গে তাঁর দীর্ধদিনের যোগাযোগ৷ লালার ঘনিষ্ট ছিলেন রত্নেশ৷ সেই সূত্রেই কয়লা পাচারের কাজে যুক্ত হয়েছিলেন৷
advertisement
তাঁর ছিল লরি অর্থাৎ পণ্যবাহী যানের ব্যবসা৷ তাঁর লরীতেই সম্ভবত কয়লা পাচার করা হত৷ পাশাপাশি, যাতায়াতের পথে কোনও প্রশাসনিক বাধা পেলে সেটাও সামলানোর দায়িত্ব ছিল রত্নেশের৷ এক কথায় তিনি লালার লিংকম্যান হিসাবে কাজ করতেন৷ এ ছাড়াও তাঁর সঙ্গে ইসিএল-এর একাধিক কর্মীর যোগ ছিল বলে জানা গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coal Scam News: জেলে থেকেও সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ, কয়লা পাচার কাণ্ডের রত্নেশকে চেনেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement