Jibankrishna Saha: বিধায়ক ছিলেন, আবার ইতিহাসের শিক্ষক! স্কুলে না এসেও বেতন পাওয়ার দিন শেষ হল জীবনের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১৮ সালে বীরভূমের নানুরের এই স্কুলে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দেন জীবনকৃষ্ণ সাহা৷
নানুর: বিধায়ক হয়েও স্কুল শিক্ষকের চাকরি ছাড়েননি৷ স্কুলে না গিয়েও নিয়মিত নিয়েছেন বেতন৷ এতদিন এই অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ার সাহস দেখাননি কেউ৷ এবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সিবিআই-এর হাতে গ্রেফতার হতেই পাল্টে গেল পরিস্থিতি৷ বড়ঞার বিধায়কের বেতন বন্ধের জন্য সুপারিশ করল বীরভূমের নানুরের দেবগ্রাম হাইস্কুল কর্তৃপক্ষ৷ সেই সুপারিশে ইতিমধ্যেই সম্মতি এসেছে উপরমহল থেকেও৷
২০১৮ সালে বীরভূমের নানুরের এই স্কুলে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দেন জীবনকৃষ্ণ সাহা৷ পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ইতিহাস পড়াতেন তিনি৷ ২০২১ সালে মুর্শিদাবাদের বড়ঞা থেকে ভোটে জিতে বিধায়ক হন জীবনকৃষ্ণ৷
advertisement
নিয়ম অনুযায়ী বিধায়ক হিসেবে নির্বাচিত হলে অন্য কোনও সরকারি বেতন বা ভাতা নিতে পারেন না জীবনকৃষ্ণ৷ কিন্তু নানুরের ওই স্কুল কর্তৃপক্ষের দাবি, বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার কথা সরকারি ভাবে তাদের জানানইনি জীবনকৃষ্ণ৷ যদিও তিনি যে বিধায়ক, তা কারও অজানা ছিল না৷ কিন্তু শাসক দলের নেতা এবং বিধায়ক হওয়ায় এতদিন তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি কেউ৷ এ দিকে বিধায়ক হওয়ার পর স্কুলে আসাও কমিয়ে দেন জীবনকৃষ্ণ৷ কিন্তু নিয়মিত বেতন পেয়ে যাচ্ছিলেন তিনি৷
advertisement
চলতি মাসের ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে জীবনকৃষ্ণকে গ্রেফতার করে সিবিআই৷ এর পরেই তাঁর বিরুদ্ধে নড়েচড়ে বসে দেবগ্রাম হাইস্কুল কর্তৃপক্ষ৷ স্কুলের প্রধান শিক্ষক কমলকৃষ্ণ ঘোষ বলেন, 'উনি আমাদের কোনওদিনই জানাননি যে বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ আগে হয়তো মাসে একদিন আসতেন৷ শেষ ছ মাসে স্কুলে আসেননি৷ তাই স্কুল কমিটিতে সিদ্ধান্ত পাস করে আমরা ওনার বেতন বন্ধের সুপারিশ উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি৷ যেদিন উনি গ্রেফতার হয়েছেন, সেদিন থেকেই ওনার বেতন বন্ধ হবে৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 10:34 AM IST