Justice Abhijit Ganguly: 'দুর্নীতির বাকি মামলাও হয়তো আমার হাত থেকে সরে যাবে!' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

Last Updated:

রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতা হাইকোর্টে নিজের চেম্বার থেকে বেরিয়ে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তখনই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। 

কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ের পরে তাঁর হাত থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরে গেল, নাকি নির্দিষ্ট কোনও মামলা সরল, তা নিয়ে দিনভর ধোঁয়াশার পর মুখ খুলললেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বরং সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় এ দিন রাতে হাইকোর্ট থেকে বেরনোর সময় বললেন, 'সুপ্রিম কোর্টের রায়ে কী আছে, তা আমার কাছেও স্পষ্ট নয়৷ সু্প্রিম কোর্টের রায় দেখার পরই আমি বিষয়টি বুঝতে পারব৷ তবে আমার ধারণা, যে যু্ক্তিতে আজকে এই নির্দেশ দেওয়া হল, সেই যুক্তিতেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বাকি মামলাও আমার হাত থেকে সরিয়ে দেওয়া হবে৷'
গলায় স্পষ্তই হতাশার সুর থাকলেও, নতুন যে বিচারপতির হাতে এই মামলা যাবে তিনিও যথাযথ ন্যায় বিচার দেবেন বলে তিনি আশা রাখেন৷ যদিও তাৎপর্যপূর্ণ ভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'সু্প্রিম কোর্ট যুগ যুগ জিও৷'
advertisement
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এ দিন দুপুরেই অবশ্য তাঁর দেওয়া সাক্ষাৎকারের যে অনুবাদ ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁকে নিয়োগ মামলা থেকে সরানোর নির্দেশ দিয়েছেন, তা স্বচক্ষে দেখতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই সমস্ত নথি এবং রিপোর্ট তাঁর কাছে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন বিচারপতি৷ রাত বারোটার মধ্যে এই সমস্ত নথি এবং রিপোর্ট চেয়ে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এর জন্য তিনি আজ মাঝরাত পর্যন্ত হাইকোর্টে নিজের চেম্বারে অপেক্ষা করবেন বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাতে আবার বিশেষ শুনানি করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।
advertisement
এর পরেই রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতা হাইকোর্টে নিজের চেম্বার থেকে বেরিয়ে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তখনই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।
বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য স্পষ্ট জানান, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তিনি বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন না বা পালিয়ে যাবেন না। তবে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি তাঁর হাতে থাকবে কি না, সংশয় প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ পাশাপাশি কারও নাম না করেই তিনি বলেন, যে ভাবে একজনের ভবিষ্যদ্বাণী মিলে গেল, তাতে আমি সত্যিই অবাক৷ প্রসঙ্গত এ দিন দুপুরে হাইকোর্টের এজলাসে বসেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে প্রণাম জানিয়েছিলেন বিচারপতি৷ তখন অবশ্য হালকা মেজাজেই এই মন্তব্য করেন তিনি৷ এ দিন রাতেও 'ভবিষ্যদ্বাণী' সংক্রান্ত এই মন্তব্য কুণালের উদ্দেশ্য করেই বলে মনে করা হচ্ছে৷
advertisement
অন্য কোনও বিচারপতির হাতে গেলেও মামলা ন্যায় বিচার নিয়ে সংশয় প্রকাশ না করলেও বিচারপতি বলেন, 'নতুন কোনও বিচারপতির হাতে কতদিনে মামলার নিষ্পত্তি হবে, সে বিষয়ে আমারও কিছু করার নেই, সুপ্রিম কোর্টেরও কিছু করণীয় নেই৷' চাকরিপ্রার্থীদের হতাশ না হওয়ারও পরামর্শ দেন বিচারপতি৷ সবশেষে গাড়িতে ওঠার আগে তিনি বলেন, 'সু্প্রিম কোর্ট যুগ যুগ জিও৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: 'দুর্নীতির বাকি মামলাও হয়তো আমার হাত থেকে সরে যাবে!' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement