Justice Abhijit Ganguly | Kunal Ghosh: কুণাল ঘোষকে ‘ভবিষ্য়ৎদ্রষ্টা’ বলে উল্লেখ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের, পাল্টা কী বললেন তৃণমূল নেতা?

Last Updated:

প্রসঙ্গত, একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সাক্ষাৎকারের তর্জমা বিচার করেই শুক্রবার ঐতিহাসিক নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা৷ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ দুর্নীতি মামলা অন্য বিচারপতির বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইন্টারভিউ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের রিপোর্ট পড়ার পরেই এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই প্রতিক্রিয়া কুণাল ঘোষেরও৷
এদিন সাংবাদিকদের উত্তরে কুণাল বলেন, ‘‘সুপ্রিম কোর্ট সব বিবেচনা করে রায় দিয়েছেন, তার উপরে নতুন কোনো মন্তব্যের অবকাশ থাকে না। সর্বভারতীয় তৃণমুল কংগ্রেস বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে৷’’ তাঁর দাবি, বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের বিরোধী দলকে অক্সিজেন দিচ্ছিলেন, তিনি সেটারই প্রতিবাদ করেছেন৷
আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগে লাগাতার আন্দোেলন, এবার কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন মমতা
এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে প্রণাম জানিয়ে কুণালের মন্তব্য, ‘‘জাস্টিস গাঙ্গুলিকে আমার তরফ থেকেও প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা। তাঁর সাথে আমার ব্যক্তিগত কোনও বিরোধ নেই। মামলার বিচার করতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে যদি কোনও ব্যবস্থা নিন, সেটা আমরা ডিফেন্ড করতে যাব না। তবে উনি তাঁর চেয়ারে বসে আমার দল, দলনেতা সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য করেছেন, যা বলা যায় না, আমি একজন দলের কর্মী হিসেবে সেটুকু বিরোধিতা করেছি।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ শোনার পরে নিজের এজলাসে বসেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কুণাল ঘোষকে আমার প্রণাম জানাবেন।’’ কুণাল ঘোষকে ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে উল্লেখ করে বিচারপতির মন্তব্য়, ‘‘কুণাল ঘোষকে আমার প্রণাম জানাবেন। তিনি যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা পুরোপুরি মিলে গিয়েছে। তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা তা আমার জানা ছিল না। তাঁর পুরো কথা মিলে গিয়েছে।’’
advertisement
একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সাক্ষাৎকারের তর্জমা বিচার করেই শুক্রবার ঐতিহাসিক নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly | Kunal Ghosh: কুণাল ঘোষকে ‘ভবিষ্য়ৎদ্রষ্টা’ বলে উল্লেখ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের, পাল্টা কী বললেন তৃণমূল নেতা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement