Wrestlers' Protest Updates: যৌন হেনস্থার অভিযোগে লাগাতার আন্দোলন, এবার কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন মমতা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের নায়ক কপিল দেব মনে করেন, ‘যখন কুস্তিগীররা রাস্তায় নেমে এমন প্রতিবাদ করছেন তাদের কথা শোনা উচিত। তারা দেশের গর্ব, তাদের জন্য দেশের নাম ছড়িয়েছে। কার দোষ আছে বা নেই সেটা পরের বিষয়’।
কলকাতা: এবার কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কুস্তিগীরদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্যুইট করলেন মমতা৷ লিখলেন, ক্রীড়াবিদেরা ‘আমাদের দেশের গর্ব’৷ এমন সময় সকলের তাঁদের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করলেন তিনি৷ প্রসঙ্গত, বিজেপি নেতা কুস্তির জাতী ফেডারেশনের প্রধান তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ভারতীয় কুস্তিবিদদের একাংশ৷ নয়াদিল্লির যন্তরমন্তরে এ নিয়ে গত কয়েকদিন ধরেই লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা৷
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর ট্যুইটার হ্য়ান্ডেলে লেখেন, ‘যে সমস্ত কুস্তিগীরেরা আন্দোলন করছেন, আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত৷ তাঁরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কথা বলছেন৷ আমাদের দেশের ক্রীড়াবিদেরা আমাদের গর্ব৷ ওঁরা চ্যাম্পিয়ন৷ রাজনৈতিক পরিচয় যা-ই হোক, যে অপরাধী, তাঁর অবশ্যই সাজা হওয়া উচিত৷ বিচার হওয়া উচিত৷ সত্যের জয় হওয়া উচিত৷’
We must all stand with the wrestlers who are protesting. They are speaking in one voice.
Our sportspersons are the pride of our nation. They are champions. The guilty must be brought to book, irrespective of their political affiliation. Justice must prevail. Truth must win — Mamata Banerjee (@MamataOfficial) April 28, 2023
advertisement
advertisement
কুস্তিগীরদের সমর্থনে ইতিমধ্যেই গলা তুলেছেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, সানিয়া মির্জা এবং নভজোত সিং সিধু। নীরজ চোপড়া একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘ন্যায় বিচারের দাবিতে আমাদের দেশের ক্রীড়াবিদদের এভাবে রাস্তায় নামতে দেখে দুঃখ হচ্ছে। আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব করতে এবং বিশ্বমঞ্চে আমাদের গর্বিত করতে তাঁরা অনেক পরিশ্রম করেছেন।’
advertisement
ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের নায়ক কপিল দেব মনে করেন, ‘যখন কুস্তিগীররা রাস্তায় নেমে এমন প্রতিবাদ করছেন তাদের কথা শোনা উচিত। তারা দেশের গর্ব, তাদের জন্য দেশের নাম ছড়িয়েছে। কার দোষ আছে বা নেই সেটা পরের বিষয়’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 4:07 PM IST