Buddhadeb Guha Passes Away: সাহিত্যজগতে ইন্দ্রপতন, প্রয়াত বুদ্ধদেব গুহ

Last Updated:

রবিবার রাত ১১টা ২৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব গুহ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর ৷

কলকাতা: সাহিত্য জগতে ইন্দ্রপতন ৷ প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ (Buddhadeb Guha) ৷ রবিবার রাত ১১টা ২৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর ৷
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ ৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ এ বছরই এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ ৷ একমাসের বেশি সময় হাসপাতালে ভর্তি থেকে করোনাকে জয় করলেও এবার আর পারলেন না ৷  হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বুদ্ধদেব গুহর। 
advertisement
advertisement
এর আগে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও মূলত শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই ফের হাসপাতালে নিয়ে যেতে হয় বুদ্ধদেব গুহকে। বুদ্ধদেববাবুর মূত্রনালীতে সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। চার সদস্যের চিকিৎসকের প্রতিনিধিদল হাসপাতালে তাঁর দেখাশোনা করছিলেন। তবে এবার আর শেষরক্ষা হল না ৷ হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত এই স্বনামধন্য সাহিত্যিক ৷
advertisement
এপ্রিলে করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব গুহ। এক মাসের বেশি সময় তাঁকে লড়াই করতে হয়েছিল হাসপাতালের বেডে। আক্রান্ত হয়েছিলেন তাঁর মেয়ে এবং ড্রাইভারও। সুস্থ হওয়ার পর বালিগঞ্জের ফ্ল্যাটে ফিরে তিনি নিজে যদিও জানিয়েছিলেন, এখনই আমি ফুরব না।
advertisement
৮৫ বছর বয়সি বুদ্ধদেব গুহর দেশজুড়ে অগণিত ভক্ত রয়েছেন ৷ তাঁদের প্রিয় সাহিত্যিকের প্রয়াণে বাংলার সাহিত্য জগতে নেমে এসেছে শোকে ছায়া ৷
১৯৩৬ সালে ২৯ জুন কলকাতায় জন্ম নিয়েছিলেন বুদ্ধদেব গুহ ৷ পেশাগত জীবনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও তাঁর ছোটগল্প ও উপন্যাসে পাঠক পান এক স্বপ্নালু বিমূর্ততা ও রোম্যান্টিক আবেদন ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Guha Passes Away: সাহিত্যজগতে ইন্দ্রপতন, প্রয়াত বুদ্ধদেব গুহ
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement