Left Front| উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বামেদের দুই প্রার্থী? আকাশে সিঁদুরে মেঘ
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Left Front| বাম শিবিরের দুই প্রার্থীকে লড়তে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অথবা শেষমেশ যে কোনও এক পক্ষকে পিছু হটতে হবে।
#কলকাতা: উপনির্বাচন (Bypoll 2021) নিয়ে উত্তাপ বাড়ছে রাজ্যে। এরই মধ্যে উপনির্বাচনের এপিসেন্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে সংযুক্ত মোর্চার মধ্যেই মতানৈক্য স্পষ্ট হচ্ছিল। এবার ফাটল বামফ্রন্টের অন্দরেই। শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে শূন্য হলেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিতে দাবিদার বামফ্রন্টের দুই শরিকই।
সূত্রের খবর, সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের কলকাতা জেলা কমিটি রাজ্য নেতৃত্বের কাছে দাবি করেছে এই বিষয়ে বামফ্রন্টে আলোচনার জন্য। আলোচনার পরিণতিতে বাম শিবিরের দুই প্রার্থীকে লড়তে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অথবা শেষমেশ যে কোনও এক পক্ষকে পিছু হটতে হবে।
advertisement
advertisement
যদিও উপনির্বাচনে ভবানীপুরে প্রার্থী দেওয়া হবে না বলে সংবাদ মাধ্যমে আগে জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জোটের ঝুলি শূন্য হওয়ার পর রাজনৈতিক মহল এই ঘটনাকে বিলম্বিত বোধদয় বলছিল। কংগ্রেসের অন্দরেও আলোচনা হতে থাকে, এই সৌজন্য আগে দেখালে ভোটে এভাবে ধরাশায়ী হতে হত না। পরবর্তী ঘটনাপ্রবাহ সকলেরই জানা, অনেকটাই কাছাকাছি এসেছে কংগ্রেস ও তৃণমূল। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন সনিয়া গান্ধীর সঙ্গে।
advertisement
যদিও আনুষ্ঠানিক ভাবে বামেদের এই সিদ্ধান্ত এখনও জানানো হয়নি দলের তরফে। তবে কংগ্রেস না লড়লে ভবানিপুরে প্রার্থী দেবে সিপিএম-এমনটা স্পষ্ট করেছেন বহু নেতাই। তার প্রস্তুতিও চূড়ান্ত। এরই মধ্যে নতুন করে আকাশে সিঁদুরে মেঘ।
ফরওয়ার্ড ব্লকের দাবি, ওই আসনে আগে সিপিএম ও পরে কংগ্রেস লড়াই করে ব্যার্থ হয়েছে তাই এবার তাঁদের সুযোগ দেওয়া উচিত। এই আসনটি নিয়ে দুপক্ষের টানাপোড়েনে জট সৃষ্টি হয়েছে ফ্রন্টে। কংগ্রেসকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানানো হয়েছে ফ্রন্টের তরফে। পর্যপবেক্ষকদের মত এই সমস্যা সমাধান না করতে পারলে আখেরে ক্ষতির মুখে পড়বেন বামেরাই। কারণ একই ভোটব্যাঙ্কে এক শিবিরের দুই পৃথক গোষ্ঠী ভাগ বসালে আদপে লাভ শাসক বিরোধীর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2021 8:06 PM IST