Mukul Roy: মুকুল রায়ের ভবিষ্যত কী, শুক্রবারই স্পষ্ট হয়ে যেতে পারে সবটা

Last Updated:

Mukul Roy: মুকুল রায় এখনও বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। 

Mukul Roy, File Image
Mukul Roy, File Image
#কলকাতা: মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ নিয়ে শুক্রবার সিদ্ধান্ত জানাতে পারে বিধানসভা কর্তৃপক্ষ। বিধানসভা সূত্রে খবর, চলতি সপ্তাহেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হবে? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায় থাকবেন কিনা, তা নিয়ে চলতি সপ্তাহেই অবস্থান স্পষ্ট করে দেবে রাজ্য বিধানসভা কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামীকাল সুপ্রিম কোর্টে জমা পড়তে পারে বিধানসভার এই রিপোর্ট। সাধারণত রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বিরোধী দলের কাউকে বসানো হয়।
দীর্ঘ দিনের রাজনীতিবিদ মুকুল রায় (Mukul Roy) কৃষ্ণনগর উত্তর থেকে বিধানসভায় জিতে আসেন। যদিও তিনি বিজেপির টিকিটে জিতে আসেন। পরবর্তী সময়ে মুকুল রায়কে বাইপাসের ধারে তৃণমূল ভবনে দেখা যায়। সেখানেই মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এর পরেই বিজেপি শিবিরের তরফে বলা হয়, মুকুল রায় আসলে কোথায় রয়েছেন? উদ্ভূত পরিস্থিতিতে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দেওয়ার আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর তরফে ৬৮ পাতার একটি পিটিশন জমা দেন বিধানসভার কাছে। তার পরিপ্রেক্ষিতে একাধিকবার শুনানি হয়েছে বিধানসভায়। সেই মামলায় সিদ্ধান্ত বিধানসভা কর্তৃপক্ষ আগামীকাল জানাতে পারেন৷
advertisement
advertisement
গত ১১ জুন তৃণমূল ভবনে গিয়েছিলেন মুকুল রায়৷ সঙ্গে ছিলেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। যদিও সেদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়নি। এরপরেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বিধানসভায় আবেদন করেন বিরোধী দলনেতা। তিনি আবেদন করেন কলকাতা হাইকোর্টেও। এর পরে বিষয়টি যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করেছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মুকুল রায় সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি হয়ে যাবে। একাধিকবার শুনানিতে মুকুল রায়ের আইনজীবীদের তরফে জানানো হয়েছে, তিনি কোনও দল বদল করেননি। তিনি এখনও বিজেপিতেই রয়েছেন। অতিথি হিসাবেই তিনি তৃণমূল ভবনে গিয়েছিলেন। তার হাতে তৃণমূলের পতাকাও ছিল না। এই পরিস্থিতিতে বিধানসভার তরফে কি সিদ্ধান্ত জানানো হয় সকলের নজর এখন সেদিকেই।
advertisement
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy: মুকুল রায়ের ভবিষ্যত কী, শুক্রবারই স্পষ্ট হয়ে যেতে পারে সবটা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement