হোম /খবর /দেশ /
সামনে সাক্ষাৎ মৃত্যুদূত! উত্তর প্রদেশে বড় রক্ষা প্রিয়াঙ্কা গান্ধির,দেখুন ভিডিও

Priyanka Gandhi Escapes Major Accident: সামনে সাক্ষাৎ মৃত্যুদূত! উত্তর প্রদেশে বড় বিপদ থেকে বাঁচলেন প্রিয়াঙ্কা গান্ধি, দেখুন ভিডিও

মথুরায় প্রিয়াঙ্কা গান্ধির রোড শো৷ Photo-Twitter/Deepak Hooda

মথুরায় প্রিয়াঙ্কা গান্ধির রোড শো৷ Photo-Twitter/Deepak Hooda

এ দিন সকালে মথুরা পৌঁছে প্রথমে যমুনা পুজোয় অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধি৷ তার পর একটি হুডখোলা গাড়িতে করে কংগ্রেস প্রার্থীর সমর্থনে রোড শো শুরু করেন তিনি (Priyanka Gandhi Escapes Major Accident)৷

  • Last Updated :
  • Share this:

#মথুরা:  উত্তর প্রদেশে ভোট প্রচারে গিয়ে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi)৷ এ দিন উত্তর প্রদেশের  (Uttar Pradesh Elections) মথুরায় নির্বাচনী প্রচারে যান প্রিয়াঙ্কা৷

সেখানে একটি রোড শো চলাকালীন ঝুলতে থাকা একটি বিদ্যুতের তার প্রিয়াঙ্কার প্রায় মুখের সামনে চলে আসে৷ অল্পের জন্য সেটি প্রিয়াঙ্কা এবং তাঁর পাশে থাকা কংগ্রেস প্রার্থীকে স্পর্শ করেনি৷ কোনও ভাবে প্রিয়াঙ্কা গান্ধি বা অন্য কেউ ওই বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত৷ মথুরার ছত্তা বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে (Priyanka Gandhi Escapes Major Accident)৷

আরও পড়ুন: ৬০ বার দেখা করেছিলেন প্রশান্ত কিশোর, পঞ্জাবে নির্বাচনের আগে ফাঁস করলেন সিধু

এ দিন সকালে মথুরা পৌঁছে প্রথমে যমুনা পুজোয় অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধি৷ তার পর একটি হুডখোলা গাড়িতে করে কংগ্রেস প্রার্থীর সমর্থনে রোড শো শুরু করেন তিনি৷

ভিড়ে ঠাসা বাজারের ভিতরের রাস্তা দিয়ে এগোচ্ছিল প্রিয়াঙ্কার গাড়ি৷ প্রিয়াঙ্কা যে পথে এগোচ্ছিলেন, সেখানেই একটি ছেঁড়া তার বিপজ্জনক ভাবে ঝুলছিল৷

আরও পড়ুন: লতা মঙ্গেশকরের ভাইকে চাকরি থেকে সরিয়েছিল কংগ্রেস সরকার! কী অভিযোগ করলেন মোদি?

বিপদ আন্দাজ করে প্রিয়াঙ্কার গাড়ির সামনে থাকা কংগ্রেস কর্মীরা লাঠি দিয়ে তারটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকেন৷ যদিও সেই চেষ্টা পুরোপুরি সফল হয়নি৷ প্রিয়াঙ্কার গাড়ি যখন তারের নীচ দিয়ে বেরোচ্ছে তখনই সেটি প্রিয়াঙ্কা গান্ধির প্রায় মুখের সামনে চলে আসে৷ অল্পের জন্য এড়ানো যায় বড়সড় বিপদ৷ এই ঘটনায় প্রিয়াঙ্কার নিরাপত্তাতেই বড়সড় গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে৷

প্রিয়াঙ্কার গান্ধির নিরাপত্তায় এ দিন প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ কিন্তু তা সত্ত্বেও প্রিয়াঙ্কার যাত্রাপথে কী ভাবে বিদ্যুতের তার এ ভাবে ঝুলে থাকল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এমন কী, প্রিয়াঙ্কার গাড়ির সামনে পুলিশের এসকর্ট কার থাকলেও ওই ঝুলন্ত তার পুলিশকর্মীদের নজর এড়িয়ে যায়৷ যা প্রিয়ঙ্কা গান্ধির মতো গুরুত্বপূর্ণ নেত্রীর নিরাপত্তায় বড়সড় গাফিলতিই বলে মনে করা হচ্ছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Congress, Priyanka Gandhi