Navjot Sidhu on Prashant Kishor: ৬০ বার দেখা করেছিলেন প্রশান্ত কিশোর, পঞ্জাবে নির্বাচনের আগে ফাঁস করলেন সিধু

Last Updated:
প্রশান্ত কিশোর ও নভজ্যোৎ সিধু৷
প্রশান্ত কিশোর ও নভজ্যোৎ সিধু৷
#চণ্ডীগড়: কংগ্রেসে যোগ দেওয়ার আগে তাঁর সঙ্গে ষাট বার দেখা করেছিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু (Navjot Sidhu)৷ প্রসঙ্গত ২০১৭ সালে পঞ্জাবে কংগ্রেসের নির্বাচনী রণকৌশল নির্ধারণের দায়িত্ব ছিল পিকে-র উপরেই৷
আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে নির্বাচন (Punjab Elections 2022)৷ তার আগে নভজ্যোৎ সিং সিধু জানিয়েছেন, 'কংগ্রেসে যোগ দেওয়ার জন্য প্রশান্ত কিশোর অন্তত ষাট বার আমার সঙ্গে দেখা করেন৷' সিধুর দাবি, সেই সময় প্রশান্ত কিশোরের ধারণা ছিল পঞ্জাবে খুব বেশি হলে ৩০ থেকে ৩৫টি আসনে জয়ী হবে কংগ্রেস৷ প্রশান্ত কিশোরই নাকি সিধুকে বলেছিলেন, তিনি শিবির বদল করলে পঞ্জাবে সাত থেকে আট শতাংশ ভোট কংগ্রেসের দিকে ঘুরে যাবে৷ সিধুর কথায়, 'এর পরেই ভাই আমাকে ফোন করেন৷' ভাই বলে সম্ভবত রাহুল গান্ধিকে বুঝিয়েছেন সিধু৷
advertisement
advertisement
২০১৭ সালে পঞ্জাবের িবধানসভা নির্বাচনে ১১৭টির মধ্যে ৭৭টি আসনে জয়ী হয়ে ক্ষমতা দখল করে কংগ্রেস৷ ভোটের আগে আম আদমি পার্টির সঙ্গে আলোচনা চালালেও শেষ পর্যন্ত কংগ্রেসকেই বেছে নেন সিধু৷ তাঁর অবশ্য দাবি, দলে যোগদানের প্রস্তাব দিলেও সংসদের কোনও কক্ষেই তাঁকে টিকিট দেওয়ার নিশ্চয়তা দেয়নি আপ৷
advertisement
শেষ পর্যন্ত রাহুল গান্ধির সঙ্গে কথা বলার পরই কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ সিধু জানিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন, গান্ধিদের প্রতি নিজের আনুগত্য বজায় রাখবেন তিনি৷
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এরও পরামর্শদাতা ছিলেন প্রশান্ত কিশোর৷ গতবছর সেপ্টেম্বর মাসে অমরিন্দর সিং পদত্যাগ করার এক মাস আগে তাঁর পরামর্শদাতার পদ থেকে ইস্তফা দেন পিকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Navjot Sidhu on Prashant Kishor: ৬০ বার দেখা করেছিলেন প্রশান্ত কিশোর, পঞ্জাবে নির্বাচনের আগে ফাঁস করলেন সিধু
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement