Congress Joins BJP Alliance in Meghalaya: একই জোটে শরিক হল বিজেপি- কংগ্রেস! বিরোধ ভুলে মিলল হাত-পদ্ম, কটাক্ষ তৃণমূলের

Last Updated:

কংগ্রেস বিধায়ক দলের প্রধান অমপ্রীন লিংডো জানিয়েছেন, মেঘায়লয় গণতান্ত্রিক জোটকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা (Congress Joins BJP Alliance in Meghalaya)৷

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#শিলং: একই জোটের শরিক বিজেপি এবং কংগ্রেস (Congress BJP in Same Alliance)! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই ঘটেছে মেঘালয়ে (Meghalaya)৷ সেখানে কংগ্রেসের পাঁচ বিধায়কই এ দিন ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বাধীন জোটকে সমর্থন জানানোর কথা জানিয়েছেন৷ যে জোটে আগে থেকেই শরিক হিসেবে রয়েছে বিজেপি (BJP)৷
কংগ্রেস বিধায়ক দলের প্রধান অমপ্রীন লিংডো জানিয়েছেন, মেঘায়লয় গণতান্ত্রিক জোটকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ এ দিনই মুখ্যমন্ত্রী সাংমার সঙ্গে দেখা করে সমর্থনের কথা জানিয়ে কংগ্রেস বিধায়ক দলের তরফে চিঠি দেওয়া হয়৷
advertisement
এমনিতে মেঘালয়ে এনপিপি এবং কংগ্রেস বরাবরই পরস্পরের বিরোধী৷ কিন্তু কংগ্রেসের বারো জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদানের পর থেকেই এনপিপি এবং কংগ্রেসের মধ্যে দূরত্ব কমতে শুরু করে৷
advertisement
কংগ্রেস বিধায়ক অমপ্রীন লিংডো বলেন, 'আমরা পরস্পরের স্বার্থ রক্ষা করছি৷ আমাদের প্রধান উদ্দেশ্য নিজেদের বিধানসভা কেন্দ্রের জন্য ন্যায়বিচার চাওয়া৷ আমরা এমডিএ-কে এই কারণেই সমর্থন জানিয়ে সরকারের হাত শক্ত করছি যাতে আমাদের যৌথ চেষ্টায় সাধারণ মানুষের স্বার্থে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায়৷'
advertisement
লিংডো বলেন, কংগ্রেস পরিষদীয় দলের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কংগ্রেস বিধায়কের কথায়, তাঁরা মানুষের প্রতিনিধিত্ব করেন৷ ফলে তাঁদের এই সিদ্ধান্তকে কংগ্রেস হাইকম্যান্ড অনুমোদন করবে বলেই আশা লিংডোর৷
যদিও কংগ্রেস বিধায়কদের এই সিদ্ধান্ততকে তীব্র কটাক্ষ করেছে মেঘালয়ের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, 'অসাধু এবং ক্ষমতা লোভীরা সরকারি ভাবে হাত মিলিয়েছে৷ কংগ্রেস এবং এনপিপি-র নেতৃত্বাধীন জোট আবারও প্রমাণ করল, মেঘালয়ের একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস৷ আমরা মেঘালয়ের জন্য নিবেদিত৷ সবার উন্নতির জন্য আমরা লড়াই চালিয়ে যাবো৷'
বাংলা খবর/ খবর/দেশ/
Congress Joins BJP Alliance in Meghalaya: একই জোটে শরিক হল বিজেপি- কংগ্রেস! বিরোধ ভুলে মিলল হাত-পদ্ম, কটাক্ষ তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement